Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ায় ফুরফুরে অ্যাশ-অভি, ছবি ভাইরাল


৬ নভেম্বর ২০১৮ ১৭:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৭:৫০

ঐশ্বরিয়ার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গোয়ায় একটি পুলে অভিষেক ঐশ্বরিয়ার ব্যক্তিগত সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো সুইমস্যুটে ঐশ্বরিয়া নজর কেড়ে নিয়েছেন। এমন লুকে তাকে দেখা যায় না বললেই চলে।


আরও পড়ুন :  মামলার মুখে শাহরুখ খান


অন্যদিকে ছিলেন অভিষেক। খেলার জন্য তার হাতে ছিল বল। দুজনে মিলে সময়টা ভালোই কাটিয়েছেন, ছবিতে তাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে তা বুঝতে কষ্ঠ হয়না। দম্পতির সঙ্গে ছিল কন্যা আরাধ্যাও।

গত ১ নভেম্বর জন্মদিন ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। বয়স হল ৪৫। তবে এ তো নায়িকার কাছে নেহাতই এক সংখ্যামাত্র। তার রূপ-লাবন্যের কাছে বয়স ঢাকা পড়ে আছে। জন্মদিনে ঐশ্বরিয়াকে অভিনব উপহার দিয়েছিলেন অভিষেক। সপরিবারে তারা গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। সেই হলিডে ট্রিপের ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জন্মদিনে কয়েক বছর আগেও জমিয়ে পার্টি করতেন ঐশ্বরিয়া। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর উদযাপন অনেক কমিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুমাত্র পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাতে পছন্দ করেন বলিউডের গ্ল্যামার কুইন।

এদিকে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে দীর্ঘদিন পর পারিবারিক ছোঁয়া লেগেছে। আট বছর পর ফের অভিষেক বচ্চনের সঙ্গে অনস্ক্রিন অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘গুলাব জামুন’। এমন চিত্রনাট্যের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন দম্পতি। সব কিছু ঠিক থাকলে ২০১৯-এ শুটিং শুরু হবে এই ছবির। ছবিটি পরিচালনা করবেন অনুরাগ ক্যাশপ।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

কপিলের শো প্রযোজনা করবেন সালমান

লাভ জিহাদ বিতর্কে ‘কেদারনাথ’

নামের বানান ভুলকে অনভিপ্রেত বললেন ‘সা রে গা মা পা’ পরিচালক

ইউটিউবে রিয়েলিটি শো, বিচারক এ আর রাহমান

চরিত্রের জন্য কেঁদেছিলেন ক্যাটরিনা!

‘মানুষ আমাকে ডায়নামিক অভিনেতা বলে’


বিজ্ঞাপন

অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চন গোয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর