Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার মুখে শাহরুখ খান


৬ নভেম্বর ২০১৮ ১৫:৫৯ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৬:১৫

শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

ধর্মানুভূতিতে আঘাত আনার অভিযোগে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এক শিখ বিধায়ক। তিনি আবার পেশায় আইনজীবি। শুক্রবার (৫ নভেম্বর) দিল্লীর গুরুদারা ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মঞ্জিদার সিং সিরসা মামলা করেন শাহরুখ খান ও পরিচালক আনন্দ এল রাইয়ের বিরুদ্ধে।


আরও পড়ুন :  কপিলের শো প্রযোজনা করবেন সালমান


ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘জিরো’র পোস্টার আর প্রোমোতে দেখা গেছে শাহরুখ খান অন্তর্বাস ও কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। শিখদের মতে কৃপাণ শুধু তারাই ধারণ করতে পারে। অন্য কেউ না। সেকারণে শিগগিরই সিনেমার সকল ধরনের প্রোমো নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

মামলার বিপরীতে এখনো শাহরুখ খান কোন প্রতিক্রিয়া জানাননি। পরিচালক আনন্দ এল রাইও কোন মন্তব্য করেননি। দিওয়ালির আমেজ কাটিয়ে ওঠার পর হয়তো বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবেন তারা।

এর আগে বলিউডে অনেক সিনেমার বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। যদিও সেসব অভিযোগ সিনেমা মুক্তির ক্ষেত্রে সেরকম প্রভাব ফেলতে পারেনি। ‘জিরো’ মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সারাবাংলা/আরএসও/পিএম  


আরও পড়ুন :

লাভ জিহাদ বিতর্কে ‘কেদারনাথ’

নামের বানান ভুলকে অনভিপ্রেত বললেন ‘সা রে গা মা পা’ পরিচালক

ইউটিউবে রিয়েলিটি শো, বিচারক এ আর রাহমান

চরিত্রের জন্য কেঁদেছিলেন ক্যাটরিনা!

‘মানুষ আমাকে ডায়নামিক অভিনেতা বলে’


জিরো মঞ্জিদার সিং সিরসা শাহরুখ খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর