বলিউডের খলনায়ক এবার বাংলাদেশের সিনেমায়
৫ নভেম্বর ২০১৮ ১২:১৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৬:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
বলিউডের ভয়ংকর খলনায়কের কথা মনে করলে শুরুর দিকে যাদের নাম আসে তাদের অন্যতম গুলশান গ্রোভার। বলিউড সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে উপমহাদেশের দেশগুলোতেও।
আরও পড়ুন : ভূপেন স্মরণে ‘আজ জীবন খুঁজে পাবি’
এবার এই ভয়ংকর খলনায়ক গুলশান গ্রোভারকে দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। এটি যৌথভাবে পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা মেহেদী হাসিব ও পনি আবেদিন দম্পতি। পনি আবেদিনের গল্পে সিনেমার চিত্রনাট্য লিখেছেন ম্যাক্স রহমান। সিনেমার নাম চূড়ান্ত হলেও পরিচালক এখনই প্রকাশ করতে চাইছেন না। এক্ষেত্রে চমক রাখতে চাইছেন তিনি।
সিনেমা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসিব বলেন, ‘আগামী বছরের প্রথম দিক থেকে বাংলাদেশ, মাল্টা, গ্রীস, ইটালিসহ ইউরোপের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং করা শুরু করার ইচ্ছা আছে। এতে বেশ কিছু দৃশ্যে উচ্চমানের ভিএফএক্স ব্যবহার করা হবে। তাছাড়া এই ছবিতে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাও অভিনয় করবেন।’
বাংলা ভাষায় নির্মিত সম্পূর্ণ অ্যাকশানধর্মী সিনেমা হবে এটি। ২০১৯ সালের মধ্যভাগে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান পরিচালক।
ছবিটি প্রযোজনা করবে কন্সটিলেশন ইন্সটিটিউট অফ ফিল্ম প্রোডাকশন অব মাল্টা। কারিগরি সহযোগিতা দেবে বাংলাদেশের ডট থ্রি প্রোডাকশন।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : কি কাজ সেলিমের সাথে!