অন্তর্জালে রোবটের চমক
৩ নভেম্বর ২০১৮ ১৪:৪৫ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৪:৫৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
মুক্তির আগেই অন্তর্জালে প্রকাশ পেল ‘রোবট ২’ বা ‘টু পয়েন্ট জিরো’ ছবির ট্রেইলার। সেই সঙ্গে জানানো হয়েছে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। রোবটে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার।
ট্রেইলারে দেখানো হয়েছে, মানুষের প্রযুক্তিনির্ভরতা এবং তা থেকে তৈরী হওয়া এক অভাবনীয় দুর্যোগ। অ্যাকশন নির্ভর এই ছবিতে বিরোধী পক্ষ হয়ে হাজির হবেন অক্ষয় ও রজনীকান্ত। এছাড়াও, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে দেখা গেছে রোবটের ভূমিকায়।
২০১০ সালে রোবট সিনেমার প্রথম পর্ব। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরান’। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘জিরো পয়েন্ট টু’। এই ছবিতে সর্বমোট তিন হাজার টেকনিশিয়ান কাজ করেছেন।
‘জিরো পয়েন্ট টু’ সিনেমাটি পরিচালনা করছেন শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কিংবদন্তি আদিল হুসাইন। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। চলতি বছর ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
সারাবাংলা/টিএস/আরএসও