Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে ভক্তদের ট্রেইলার উপহার দিলেন শাহরুখ


২ নভেম্বর ২০১৮ ১৮:০৩

শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

যা কথা ছিল তাই হলো। কথা ছিল শাহরুখের জন্মদিনে প্রকাশ পাবে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘জিরো’র ট্রেইলার। কথা রাখলেন কিং খান। বিকালে জন্মদিনের উপহার স্বরুপ দেশ-বিদেশের ভক্তদের জন্য অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার।

প্রথম থেকেই বেটে শাহরুখের ছবি দেখতে কৌতুহল ছিল দর্শকদের। এতদিন বিভিন্ন স্থিরছবি দেখে সেই আনন্দ নিতে হয়েছে শাহরুখ ভক্তদের। এবার সেই আনন্দ আরও বেড়ে গেছে নিশ্চয়ই। তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেইলারে আরও বেশিকিছু দেখতে পেয়েছেন সবাই।

গল্প সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া গেছে ট্রেইলার থেকে। ক্যাটরিনা এবং আনুশকাকে ছবিতে কীভাবে দেখা যাবে সেই বিষয়গুলো পরিস্কার হয়েছে ট্রেইলারে। ছবিতে আনুশকা একজন প্রতিবন্ধির চরিত্রে অভিনয় করেছেন। যিনি সবসময় চলাফেরা করেন হুইল চেয়ারে। আর ক্যাটরিনা কাইফ গ্ল্যামার জগতের জনপ্রিয় একজন।

বেটে হলেও সুপারস্টার শাহরুখ তার ঘরানা ছাড়েননি। ছবিতে আনুশকা এবং ক্যাটরিনা দুজনের সঙ্গেই প্রেম করতে দেখা গেছে তাকে। দুই সুন্দরীকেই ট্রেইলারে কিছুক্ষণের জন্য দেখা গেছে বিয়ের সাজে। শুধু তাই নয় ক্যাটরিনার সঙ্গে একটি চুম্বন দৃশ্য রাখা হয়েছে ট্রেইলারে।

শেষ পর্যন্ত কার ভাগ্যে কি হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত। ছবিটি মুক্তি পাবে বড় দিন উপলক্ষে অর্থাৎ ২৫ ডিসেম্বর। এর মধ্যে আসবে আরও চমক। ছবিতে অনেকের সঙ্গে অতিথি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী।

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রায়। প্রযোজনায় আছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আনুশকা শর্মা ক্যাটরিনা কাইফ জিরো শাহরুখ খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর