Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমার বিশ্বজিতের নতুন মিউজিক ভিডিও


২ নভেম্বর ২০১৮ ১৩:৩৫

কুমার বিশ্বজিৎ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘আমি বলতে তোমায় পারিনি/ কী যে কষ্ট একাকী/ সারাটি জীবন পাড়ি দেয়া/ নিজেকে দিয়ে ফাঁকি’- এমন কথায় ‘বলতে পারিনি’ শিরোনামের নতুন গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

তরুণ মুন্সীর কথা, সুর ও সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও। ভিডিওতে আছেন কুমার বিশ্বজিৎ নিজেও। এটি তৈরি করেছেন সৈকত নাসির।  ১ নভেম্বর ‘বলতে পারিনি’ এক্সক্লুসিভলি উন্মুক্ত করা হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে।

গান ও ভিডিও সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমরা যত্ন নিয়ে মানসম্পন্ন একটি গান ও তার উপযুক্ত ভিডিও তৈরি করেছি। আশা করি দর্শক-শ্রোতার ভালো লাগবে।’

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের উপস্থিতি বাড়ছে এবং জনপ্রিয় হয়ে উঠছে। কুমার বিশ্বজিতের গানটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন গান ও ভিডিও সংশ্লিষ্টরা। কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/পিএ

কুমার বিশ্বজিৎ মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর