‘সাপলুডু’ খেলার ভয়ঙ্কর মিশনে আরিফিন শুভ
২ নভেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৮:২৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
আরিফিন শুভ, গত কয়েক মাস ধরে আলোচনায় আছেন আবার নেই। বছর খানেক আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা ব্যবসা সফল হওয়ার পর তার অভিনীত সিনেমা মুক্তি পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে চুক্তিবদ্ধ হয়েছেন কয়েকটি সিনেমায়। ‘সাপলুডু’ সেসব সিনেমার মধ্যে একটি।
২৭ অক্টোবর শুরু হয়েছে সিনেমার প্রথম লটের শুটিং। গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
‘সাপলুডু’ কোন ঘরানার সিনেমা জানতে চাইলে আরিফিন শুভ সারাবাংলাকে বলেন, ‘এই সিনেমাটি অ্যাকশান থ্রিলারধর্মী। আমার চরিত্রটি অন্যসব সিনেমার থেকে আলাদা। তবে ঠিক কোন চরিত্রে অভিনয় করছি সেটা এখনই প্রকাশ করতে চাইনা। তাহলে চমক থাকবে না। এতটুক বলতে পারি, আমি নতুনভাবে হাজির হচ্ছি।’
বিদ্যা সিনহা মিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো অভিনয় করছেন শুভ। এর আগে ‘তারকাঁটা’ সিনেমায় দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। সহ-শিল্পী মিম সম্পর্কে এই সুদর্শন নায়ক বলেন, ‘আগেও মিমের সঙ্গে অভিনয় করেছি নাটক এবং সিনেমায়। তার সঙ্গে আমার ভালো বোঝাপড়া আছে। সে খুব ভালো অভিনেত্রী।’
কোন বিশেষ দিকের কারণে আরিফিন শুভ ‘সাপলুডু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন? উত্তরে শুভ সোজাসাপ্টা বলেন, ‘প্রথমত পরিচালক, দ্বিতীয়ত গল্প এবং সহশিল্পী। এই সিনেমার পরিচালক সোহরাব হোসেন দোদুল একজন নন্দিত নির্মাতা। তিনি আমার পছন্দের পরিচালক। আর সিনেমার গল্পটাও অসাধারণ।’
‘সাপলুডু’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু। দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হবে বলে জানিয়েছেন আরিফিন শুভ।
ছবি: ইন্টারনেট
সারাবাংলা/আরএসও/পিএ