বাবুর্চির সঙ্গে অদ্ভুত চুক্তিতে রণপিকা
১ নভেম্বর ২০১৮ ১৭:৩৫ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ২০:২৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নভেম্বরের মৃদু শীতে পাকাপাকিভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর-দীপিকা প্রেমিক যুগল। ২০১৩ সালে বলিউডের এই জনপ্রিয় তারকাদ্বয় একে অপরের প্রেমে পড়েন। তারপর দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ১৫ নভেম্বর বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন। ভারতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবেনা সেটা আগেই জানিয়েছিলেন তারা। ইতালিতে হবে দুজনের মিতালি।
আরও পড়ুন : ‘আমি নবাব পরিবারের মেয়ে’
তাদের বিয়েতে বেশি অতিথি উপস্থিত থাকবেন না। তবে যারা থাকবেন তাদের জন্য আপ্যায়নের ঘাটতি রাখতে চান না রণপিকা। এমন স্বাদের খাবার খাওয়াতে চান যা আগে কেউ কখনো খায়নি। সেজন্য নামকরা এক বাবুর্চির সঙ্গে চুক্তি করেছেন। সেই চুক্তিতে একটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন রণপিকা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের বিয়েতে যেসব পদের খাবার রান্না করা হবে তা তিনি ভবিষ্যতে অন্যকোনো বিয়ে বা অনুষ্ঠানে রান্না করতে পারবেন না।
এদিকে রণপিকা তাদের বিয়েতে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধ করেছেন। তাদের মতে, এতে করে বিয়ের মনযোগ বিচ্যুত হয়। আনন্দে ব্যাঘাত ঘটে। এর আগে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। তাদের অনুকরণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রণপিকা।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
পয়তাল্লিশের অর্ধেকটাই যার বলিউডে
বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবে দেশের তিন ছবি
ক্যাটরিনা-শাহরুখের এ কেমন ব্যবধান!
ভাই-বোনের প্রথম ছবি
এ কেমন সালমান!
নতুন ভবনে ফিল্ম আর্কাইভের নতুন যাত্রা