রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর
১ নভেম্বর ২০১৮ ১৭:৩৮ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ২০:৩২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং তার সাহিত্য অবলম্বনে নির্মিত পাঁচটি নাটক নিয়ে শুরু হতে যাচ্ছে নাট্যোৎসব। উৎসবের আয়োজক নাটকের দল প্রাঙ্গণেমোর। সবগুলো নাটকই প্রযোজনা করেছে দলটি।
আরও পড়ুন : বাবুর্চির সঙ্গে অদ্ভুত চুক্তিতে রণপিকা
শুক্রবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এই আয়োজন, চলবে ৬ নভেম্বর পর্যন্ত। রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকগুলো। আয়োজনের উদ্বোধন করবেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন আরিফ খান।
সবগুলো নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। অনন্ত হিরার নাট্যরূপে নূনা আফরোজের নির্দেশনায় ‘শেষের কবিতা’ নাটকটি মঞ্চস্থ হবে আয়োজনের প্রথম দিন অর্থাৎ ২ নভেম্বর। ৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘শ্যামা প্রেম’। চিত্তরঞ্জন ঘোষের রচনায় নাটকটি নির্দশনা দিয়েছেন অনন্ত হিরা।
‘আমি ও বরীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চস্থ হবে ৪ নভেম্বর। নাটকটি রচনা করেছে ও নির্দেশনা দিয়েছে নূনা আফরোজ। ৫ নভেম্বর মঞ্চস্থ হবে নূনা আফরোজ নির্দেশিত ‘রক্তকরবী’। ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে ‘স্বদেশী’ নাটক দিয়ে শেষ হবে আয়োজন। নাটকটি মঞ্চস্থ হবে ৬ নভেম্বর।
সারাবাংলা/পিএ/আরএসও
আরও পড়ুন :
‘আমি নবাব পরিবারের মেয়ে’
পয়তাল্লিশের অর্ধেকটাই যার বলিউডে
বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবে দেশের তিন ছবি
ক্যাটরিনা-শাহরুখের এ কেমন ব্যবধান!
ভাই-বোনের প্রথম ছবি
এ কেমন সালমান!
নতুন ভবনে ফিল্ম আর্কাইভের নতুন যাত্রা