রাইডার তৌসিফ প্যাসেঞ্জার সাফা
৩১ অক্টোবর ২০১৮ ১৮:৫৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৯:০৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
কথায় আছে, ‘প্রেম জাত কুল মানে না’। চলার পথে যে কাউকে নিজের অজান্তে ভালো লেগে যেতে পারে। সেই ভালোলাগা একসময় পরিণত হয়ে যেতে পারে ভালোবাসায়। ‘এ ড্রাইভার’ খণ্ডনাটকের কথাই ধরা যাক। রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গাড়ি চালানো তৌসিফ মাহবুবের প্রেমে পড়ে যান সাফা কবির। শুরু হয় ভালোবাসার রাজ্যে দুজনের বিচরন।
নাটকটি লিখেছেন শাহরিয়ার তাসদিক। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। তৌসিফ মাহবুব ও সাফা কবির অভিনয় করেছেন নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে।
নাটক প্রসঙ্গে পরিচালক হিমি সারাবাংলাকে বলেন, ‘নাটকের গল্পটি প্রেমের। ড্রাইভারের সঙ্গে একটি মেয়ের প্রেমকে ঘিরে কাহিনী বিস্তৃত হয়েছে। তবে এটাই মূল কাহিনী না। গল্পে আরও নতুন কিছু দেখা যাবে। ভিন্নধর্মী প্রেমের নাটকের গল্পের নাটক এটি।’
এটি প্রযোজনা করেছে হীয়া মাল্টিমিডিয়া। বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটকটি প্রচার করা হবে। পরবর্তীতে র্যাবিটহোলবিডি’র ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পারবেন।
সারাবাংলা/আরএসও/পিএম