আবার চলচ্চিত্রে চুমকি
৬ জানুয়ারি ২০১৮ ১৭:২৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১২:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
নাজনীন হাসান চুমকির খবর দু’টি-
১. প্রায় সাত বছর পর এসে ক্যারিয়ারের চার নম্বর চলচ্চিত্রের কাজ শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
২. অপরাধবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এর আগে বাংলাদেশে এ ধরণের অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে দেখা যায়নি।
সিনেমার খবর
গল্পের প্রেক্ষাপট ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত। এ টাইমলাইনের মধ্যে কিছু চরিত্র, তাদের প্রেম-ভালোবাসা-দ্বন্দ্ব, আর দেশজুড়ে ঘনিভূত হয়ে ওঠা ক্ষোভ, আন্দোলন; সব কিছুকে ফ্রেমে রেখে একটি গল্প ফেঁদেছেন ধ্রুব হাসান। ডিসেম্বরের শেষ দিকে পাবনায় শুটিং শুরু হয়ে গেছে। ‘দাহকাল’ নামের এই চলচ্চিত্রে যোগ দিয়েছেন নাজনীন হাসান চুমকি।
‘দাহকাল’ দিয়ে দীর্ঘ বছরের বিরতি ভাঙলেন তিনি। চুমকি অভিনীত সর্বশেষ ছবি ‘একইবৃত্তে’ মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে। তবে ছবিটির কাজ শেষ হয়েছিলো ২০১১-১২ তে।
কাজী মোরশেদের ‘ঘানি’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। ‘দাহকাল’-এ এসে সংখ্যা গিয়ে দাঁড়ালো চারে। কেন মনে হলো দীর্ঘ বিরতিটা এখন ভাঙা দরকার?
বলছিলেন চুমকি, ‘অনেকদিন পর আমার মনে হয়েছে, ভালো একটা স্ক্রিপ্টের কাজ করবো। ভালো ক্যারেক্টারের বিষয়টা তো আছেই। মূলত ভালো একটা স্টোরি করতে যাচ্ছি- এ ফিল থেকেই কাজে গেছি।’
‘দাহকাল’-এ চুমকি একেবারেই ‘সাদাসিধে’ চরিত্রে। তার বয়ান, ‘এ রকম সাদাসিধে চরিত্র আগে কখনই করিনি। দেশে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, আশপাশের সবাই ব্যস্ত দেশ নিয়ে, ওই মহিলা তখনও সাজুগুজু করে। নেলপালিশ পরে। কোনো বিকার নেই তার। আমার জীবনে এ ধরণের ক্রাইসিসহীন চরিত্র কখনও করিনি।’
‘দাহকাল’-এ এসে বেশ চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চুমকি। ছবির প্রত্যেকটি চরিত্র নিয়ে নিপুণভাবে স্টাডি করেছেন। ধরা যাক, চুমকির যে চরিত্র তার স্ট্যাটাস, জন্ম, ব্যাকগ্রাউন্ড, বাবা কী করতে পারেন, তার বয়স এখন কতো, সে কীভাবে প্রেমে পড়লো, কেন সে কিছু বোঝে না- এসব সম্পর্কিত ১১০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে।
চুমকির ভাষায়, ‘আমরা প্রত্যেকটি ক্যারেক্টার নিজেদেরকে পোস্টমর্টেম করেছি। দাহকাল ইউনিটের এটা আরেক মজার ব্যাপার। প্রত্যেকটি ক্যারেক্টার তার নিজেকে দেখেছে, তারপর কাজ করতে নেমেছে।’
ধ্রুব হাসান পরিচালিত এ ছবিতে আরো আছেন শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমনসহ অনেকে।
উপস্থাপনার খবর
‘ক্রাইম স্টোরি’ নামে একটি অপরাধবিষয়ক অনুষ্ঠান হতো চ্যানেল আইয়ে, সত্য ঘটনা অবলম্বনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হচ্ছে। এটি উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন নাজনীন হাসান চুমকি। এরইমধ্যে শুটিং শুরু হয়ে গেছে।
বলছিলেন তিনি, ‘এটার জন্য এখন চট্টগ্রাম, ভৈরব, নারায়ণগঞ্জ নানান স্থানে দৌড়াতে হচ্ছে। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে অনুষ্ঠানটি হচ্ছে, সেহেতু দেশের যেখানকার ঘটনা নিয়ে কাজ হবে, আমরা চেষ্টা করছি সেখানে গিয়ে শুটিং করতে।’
সঙ্গে এটাও জানিয়ে দিলেন, ‘এর আগে বাংলাদেশে ক্রাইমবিষয়ক কোনো অনুষ্ঠানে মেয়ে উপস্থাপিকা কাজ করেনি। এই প্রথম আমি করছি।’
ছবি: নূর
সারাবাংলা/কেবিএন/পিএ