দীপিকার বাগদান সম্পন্ন!
৬ জানুয়ারি ২০১৮ ১৬:০৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৮ ১৬:১০
এন্টারটেইনমেন্ট ডেস্ক
কথা ছিলো, শ্রীলঙ্কায় হবে রণবীর-দীপিকার নিউ ইয়ার উদযাপন। শ্রীলঙ্কাতেই ছিলেন রণবীর সিং, বিজ্ঞাপনের কাজে। আর সেখানে উড়ে যাওয়ার কথা ছিল ‘পদ্মাবতি’র, অর্থাৎ দীপিকা পাডুকনের।
মাস্টার প্ল্যানারদের মতো সব পরিকল্পনায় পরিবর্তন এনে, সবাইকে নাস্তানাবুদ করেছেন রণবীর-দীপিকা। ভারতীয় গণমাধ্যমেও তাদের অবস্থান নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন এই জুটি এখন শ্রীলঙ্কায়, অন্যরা বলছেন- তারা আছেন মালদ্বীপে। তবে, শ্রীলঙ্কায় তাদের সঙ্গে দেখা হয়েছে দিশা পাটানি ও টাইগার শ্রফের সঙ্গে।
তারা কোথায় আছেন? এই উত্তরের চেয়ে এখন বেশি আলোচনা তৈরি করছে রণবীর-দীপিকার বাগদানের গুঞ্জন। ৫ জানুয়ারি, দীপিকা পাডুকনের জন্মদিনেই নাকি হয়েছে আংটি বদল!
বিরুশকার ঘটনার পর সবাই ওৎ পেতে বসে আছেন খবরটির জন্য। হতেই পারে, দেশের বাইরে গিয়ে গোপনে হয়ে যেতে পারে বলিউড তারকাদের আলোচিত বিয়ে। তাই চোখ ঘুরিয়ে নিতে পারছেন না কেউ।
এই তারকা জুটির সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আছে, বলছে ভারতীয় গণমাধ্যম।
সারাবাংলা/পিএ/কেবিএন