Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়কের দায়িত্বে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ


২৯ অক্টোবর ২০১৮ ১৮:১২ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ২০:৫৯

গুচ্ছ নাটক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অনলাইনের জন্য পাঁচটি নাটক নির্মাণ করবেন পাঁচ পরিচালক। আর এই গুচ্ছ নাটকের তত্ত্বাবধান করবেন নামকরা পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকগুলো প্রচার হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’-এর ইউটিউব চ্যানেলে। নাটকগুলো প্রযোজনাও করবে ‘সিনেমাওয়ালা’ ও সহ-প্রযোজক হিসেবে আছে এসজে মাল্টিমিডিয়া।


আরও পড়ুন :  অংশুর পরিচালনায় সুনেহরা হবেন নাসিমা


পাঁচটি নাটক যারা পরিচালনা করবেন তান হলেন মাবরুর রশিদ বান্নাহ, কাজল আরেফিন অমি, সহীদ উন নবী, এবি রোকন ও ওয়াসিম সিতার৷ নভেম্বরে হবে নাটকগুলোর শুটিং, নভেম্বরেই ইউটিউব প্রচার করা হবে নাটকগুলো।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘পরিচালকদের জন্য একটা প্ল্যাটফর্ম করতে চাই। এখানে পুরনো, নতুন সবাই নাটক বানাবেন। এমনকী একদম নবীন পরিচালক বা কারো সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, তারাও কাজ করার সুযোগ পাবেন।’

প্রতিমাসেই নতুন পাঁচটি করে নাটক প্রচার হবে সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে। নতুন নতুন গল্প, নতুন পরিচালকরা কাজ করবেন তাদের গল্প নিয়ে। গল্পের তত্বাবধায়নও করছেন রাজ ও তার সহকর্মীরা।

নবীন না ছাড়াও প্রতিষ্ঠিত পরিচালকরাও নাটক নির্মাণ করবেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এরইমধ্যে সালাহউদ্দিন লাভলু রাজি হয়েছেন অনলাইনের জন্য নাটক নির্মাণ করতে।

এবারের গুচ্ছ নাটকে পরিচালনায় অভিষেক হচ্ছে এবি রোকোনের। তিনি রাজের সহকারী হিসেবে কাজ করতেন। এখনথেকে নিয়মিতই নাটক নির্মাণ হবে। প্রথমবার পাঁচটি মিষ্টি প্রেমের নাটক দিয়ে শুরু হচ্ছে ‘সিনেমাওয়ালা’র গুচ্ছ নাটক।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটির শপথ

সাহসী নাদিয়ার পাশে রোকেয়া প্রাচী

আগামী বছর বাজবে রণবীর-আলিয়ার বিয়ের সানাই!


আরো দেখুন :

চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে

নাটক মাবরুর রশীদ বান্নাহ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর