Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘যদি একদিন’


৬ জানুয়ারি ২০১৮ ১৩:৫০ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৮ ১৪:৪২

এন্টারটেইনমেন্ট ডেস্ক

শনিবার (৬ জানুয়ারি) শুরু হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘যদি একদিন’-এর শুটিং। ঢাকাতেই শুরু হয়েছে প্রথম লটের দৃশ্যধারণ।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ ও সংগীত শিল্পী তাহসানকে নিয়ে শুটিং শুরু করেছেন রাজ। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন তাহসান।

শুটিংয়ে কিছুটা কড়াকড়ি রেখেছেন পরিচালক। ‘আমি কাজটা ভালো করে করতে চাই। শুভাকাঙ্ক্ষীরাসহ সাংবাদিকরা শুটিং সেটে আসলে কিছুটা হলেও তাদের দিকে মনোযোগ দিতে হয়। তাতে কাজের গতি কিছুটা কমে যায়। অনেকে অভিনয়শিল্পীসহ আমার সাক্ষাৎকার নিতে চান। এতে সময় নষ্ট হয় অনেকটা।’ শুটিং কিছুটা গোপনে করার কারণ ব্যাখ্যা দিয়ে বলেন রাজ।

পরিচালক আরো বলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিশেষ করে সাংবাদিকদের, অভনয়শিল্পী ও আমার সাথে কথা বলার জন্য নির্ধারিত দিন রাখার চেষ্টা করবো আমি। সবার সহযোগিতা যেভাবে পেয়ে এসেছি, সেইভাবেই পাবো বলে আশা করছি।’

রাজের ‘যদি একদিন’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আর টিভি।

সারাবাংলা/পিএ

তাসকিন তাহসান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যদি একদিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর