সাহসী নাদিয়ার পাশে রোকেয়া প্রাচী
২৯ অক্টোবর ২০১৮ ১৩:২৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ২০:৫১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নিজের বাল্য বিয়ে প্রতিরোধ করে নজির স্থাপন করেছে কিশোরী নাদিয়া সুলতানা সামিয়া। বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে সাহসিকতার পরিচয় দেন নাদিয়া। এবার সেই সাহসী নাদিয়ার পড়ালেখার দায়িত্ব নিলেন জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী।
আরও পড়ুন : আগামী বছর বাজবে রণবীর-আলিয়ার বিয়ের সানাই!
তিনি বর্তমানে মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। রোববার (২৮ অক্টোবর) বিকেলে কিশোরী নাদিয়ার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় যান রোকেয়া প্রাচী। এ সময় তিনি নাদিয়ার কাছে বাল্যবিয়ে রুখে দেওয়ার গল্প শোনেন ও সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানান। তখনই কিশোরী নাদিয়ার পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
এছাড়াও তিনি স্থানীয় ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে আগামী জানুয়ারি মাসে অষ্টম শ্রেণিতে নাদিয়াকে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন। রোকেয়া প্রাচী সোনাগাজী উপজেলার ওসমানিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হওয়ার শপথ বাক্য পাঠ করান।
এ সময় তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালান তার নির্বাচনী আসন উপজেলার তাকিয়া বাজারে। রোকেয়া প্রাচী ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘বাল্যবিয়েকে না বলতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়া লেখার খরচ দিচ্ছেন। তাহলে কেন পড়া লেখা বন্ধ করে বাল্যবিয়ে দেওয়া হবে। বাংলাদেশের নারীরা এখন পিছিয়ে নেই। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব জায়গায় নারীদের ভালো অবস্থান রয়েছে।’
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন : বন্ধু, সহকর্মী, পরিবারের স্মরণে বাচ্চু
আরো দেখুন :
চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে