নাট্যশালায় বাউল গানে মুগ্ধ করছেন পার্বতী বাউল
২৭ অক্টোবর ২০১৮ ১৯:৫১ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৯:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘কি রুপ দেখি নয়ন মুদি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করছেন পার্বতী বাউল। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শুরু হয় অনুষ্ঠানটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
পার্বতী দাস বাউল পশ্চিমবঙ্গের আসামে জন্ম নেওয়া একজন বাউল শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী এবং গল্পকার। শিশুকাল থেকেই তিনি গান ও নাচের চর্চা করতেন। পরিবারে শাস্ত্রীয় সংগীতের চর্চা ছিল, গুরুকূলে নাচ শিখেছেন। পরবর্তীতে তিনি শান্তিনিকেতনের কলা বিভাগে ভিজ্যুয়াল আর্ট বিষয়ে পড়ালেখা করেন। তিনি বাউল জীবন ও চর্চা গভীরভাবে অবলোকন করেন যা তাকে উৎসাহিত করে বাউল চর্চা করতে। ১৯৯৫ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় তিনি গান গেয়েছেন।
সারাবাংলা/আরএসও
ছবি: আশীষ সেন গুপ্ত