Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরী মরে যাবেন ভেবে ভয় পেতেন শাহরুখ!


২৭ অক্টোবর ২০১৮ ১৩:১২ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৫:০৭

Shahrukh Khan

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

ভারতীয় সিনেমা জগতের মিষ্টি দম্পতি শাহরুখ খান ও গৌরী খান বিয়ে বন্ধনের ২৭তম বছর উদযাপন করেছেন বৃহস্পতিবার। এতো বছর ধরে একই ছাদের নিচে আছেন অথচ তাদের দাম্পত্য জীবন নিয়ে এতটুকো বিতর্কও হয়নি বলিউডে। এমন কি গৌরীর সঙ্গে জড়িয়ে পড়ার পর আর কোন নারীর সঙ্গে ডেটও করেনি শাহরুখ। সেই সঙ্গে গৌরী মরে যাবেন ভেবে বেশ ভয় পেতেন ‘কিং খান’ খ্যাত এই অভিনেতা।


আরও পড়ুন :  জাজ-এর প্রশংসায় নায়ক ফারুক


সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘আমার বাবা মায়ের মৃত্যু হয় হাসপাতালে। আমার হাসপাতাল ভালো লাগে না। আর গৌরী খুবই দুর্বল ছিল। আমি ওকে এরকমভাবে অসুস্থ হয়ে পড়তে দেখিনি। তাই মনের ভেতর ভয় ঢুকে যায় সে মরে যাবে নাতো!’

প্রথম সন্তান আরিয়ানের জন্মের সময়ে গৌরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে বেশ আবেগপূর্ণ ভাষায় এসব বলেন শাহরুখ। শাহরুখ আরও বলেন, ‘আমি যখন গৌরীকে দেখি হাসপাতালে, তখন ওর শরীরে টিউব লাগানো ছিল। গৌরী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সেই সময়ে আমি ঠাণ্ডা হয়ে যাচ্ছিলাম। আর এমন সময়েই গৌরীর মৃত্যু নিয়ে চরম আতঙ্ক ,আশঙ্কায় ভুগতে শুরু করি। সেই আশঙ্কা আমার সারা জীবনেও কাটেনি।’

সেই সময়ে সন্তানদের থেকেও শাহরুখের কাছে গৌরী বেশি গুরুত্বপূর্ণ ছিল।

গৌরীর প্রতি প্রেমের বিষয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘ঠিক কবে থেকে প্রেম শুরু হয়েছে তা এখন আর মনে করতে পারি না। আমরা ৮ বছর ধরে একে অপরকে চিনতাম। আমরা জানতাম আমরা বিয়ে করব। আমার মনে আছে গৌরীকে কীভাবে ভালবাসি বলেছি। সে-ই একমাত্র নারী যাকে আমি ভালোবেসেছি।’

সারাবাংলা/টিএস/পিএম


আরো দেখুন :

চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে

https://www.youtube.com/watch?v=vIk8JzsfuZU

বিজ্ঞাপন

গৌরী খান শাহরুখ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর