‘চোরের নাতি’ মোশাররফ করিম
২৬ অক্টোবর ২০১৮ ২০:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ২১:১৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ধারাবাহিক নাটকে বেশ কিছুদিন থেকেই নিয়মিত হয়েছেন মোশাররফ করিম। ছোট পর্দার বেশ কয়েকটি নাটকে দারুণ অভিনয়ে আনন্দ দিচ্ছেন দর্শকদের। টেলিভিশনে এবার আসছে তার আরও একটি কমেডি ধাঁচের নাটক। নাটকের শিরোনাম ‘মকো মালয়েশিয়া’।
শুক্রবার (২৬ অক্টোবর) থেকে সপ্তাহের প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
নাটকটিতে পুরান ঢাকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। তার দাদা ছিলেন চোর। সবাই মোশাররফকে চোরের নাতি বলেই ডাকেন। কিন্তু বড় হওয়ার পরেও তিনি তার নাম থেকে দাদার ওই চোরের শিরোনামটি আর কিছুতেই মুছতে পারছিলেন না। এ চোর অপবাদের জন্য মোশাররফের বিয়েও হয় না। চোর অপবাদের জন্য দেশে যেহেতু কিছু করা যাচ্ছে না, তাই সে মালয়েশিয়ায় চলে যায়। মালয়েশিয়ায় গিয়ে শুরু হয় তার নতুন সমস্যা।
আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। মোশাররফ করিম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুঁই করিম, শামীম জামান, বন্যা মির্জা, আখম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা ঘোষ, আইরন আফরোজ, জেনিম সানজিদা তন্ময়সহ অনেকে।
সারাবাংলা/টিএস/এএসজি