Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পপিকে গ্রেফতার করলো আঁচল!


২৬ অক্টোবর ২০১৮ ১৮:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ২১:১৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

পপিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে আঁচল। চারপাশে উৎসুক মানুষের ভিড়। হঠাৎ করে পপি গ্রেফতার কেন? এই প্রশ্নের উত্তর দিতে লাইভে আসলেন নির্মাতা অনন্য মামুন। কিছুক্ষণ রহস্য করে পরে সোজাসুজি জানালেন, ইন্দুবালা শিরোনামের একটি ওয়েব সিরিজের দৃশ্যে এমনই চোর-পুলিশ সেজে অভিনয় করেছেন বাংলা সিনেমার দুই প্রজন্মের এই দুই নায়িকা।

প্রথমবারের মত ওয়েব সিরিজে অভিনয় করছেন পপি। এই চরিত্রে প্রথমে তিশার অভিনয় করার কথা শোনা গেলেও তার পরিবর্তে অভিনয় করছেন ‘কুলি’ খ্যাত এই তারকা। মামুনের সঙ্গে লাইভে এসে তিনি বলেন, ‘সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হচ্ছি। আমার প্রথম ওয়েব সিরিজ। ভিন্ন রকমের অভিনয়, ভিন্ন রকমের গল্প। খুব আনন্দ পাচ্ছি কাজটি করে।’

পুলিশ চরিত্রে অভিনয় করা আঁচল বলেন, ‘সিনেমায় কাজ করার আনন্দ এক রকম, ওয়েব সিরিজের মজা আরেক রকম। খুব মজা পাচ্ছি। শিগগির দেখতে পাবেন আমাদেরকে। ভালো কিছু হবে। সবার পছন্দও হবে।’

লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিরিজে ইন্দুবালা চরিত্রে অভিনয় করছেন পপি। এরই মধ্যে কলকাতায় সিরিজটির কিছু অংশের শুটিংও করেছেন পপি। বাংলাদেশে শুটিং শুরু হয়েছে শুক্রবারই। এরপর দেশের বাইরে আরও দুটি দেশে শুটিং করার কথা রয়েছে ইন্দুবালার।

সারাবাংলা/টিএস/এএসজি

অনন্য মামুন আঁচল ইন্দুবালা পপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর