শহীদ কাপুর এখন কবির সিং!
২৬ অক্টোবর ২০১৮ ১৭:২০ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১৭:২১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডের নামকরা নায়ক শহীদ কাপুর। তিনি নাকি এবার হয়ে যাচ্ছেন কবির সিং। হ্যাঁ, তেমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। বড় পর্দায় তিনি এবার হাজির হবেন কবির সিং হয়ে।
ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’। সেই সিনেমার রিমেক হবে এবার বলিউডে। পরিচালনা করবেন ‘অর্জুন রেড্ডি’ সিনেমার পরিচালক সন্দীপ ভেঙ্গা। আর এই ছবিতেই কবির সিংয়ের চরিত্রে অভিনয় করবেন শহীদ কাপুর।
‘অর্জুন রেড্ডি’ ছবির গল্পে কাহিনী গড়ে উঠেছে ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদে। রিমেকে এই দুই জায়গার পরিবর্তে দেখানো হবে মুম্বাই দিল্লি। ছবির কাহিনীতেও আসতে পারে কিছুটা পরিবর্তন। দক্ষিণী সিনেমার আবেদন থেকে বেরিয়ে পরিচালক এখন ছবিটিকে দিতে চান আন্তর্জাতিক রূপ।
‘কবির সিং’ ছবিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করবেন ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি। আগামী বছরের ২১ জুন মুক্তি পাবে সিনেমা। ছবির শুটিং শুরু করে দিয়েছেন শহীদ। পিতৃত্বকালীন ছুটির পর এটাই শহীদের প্রথম শুটিং। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘কবির সিং’ এর দৃশ্যধারণ।
আজ (২৬ অক্টোবর) ছবির একটি পোস্টার ভক্তদের জন্য টুইটারে প্রকাশ করেছেন শহীদ কাপুর।
সারাবাংলা/পিএ