Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ পূর্তির পথে উদীচী


২৫ অক্টোবর ২০১৮ ১৭:১৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৭:২৭

উদীচী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এ বছর প্রতিষ্ঠার গৌরবময় ৫০ বছর অতিক্রম করছে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেনের নেতৃত্বে প্রগতিশীল চিন্তা-চেতনাসমৃদ্ধ একদল তরুণ সাংস্কৃতিক সংগঠকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় উদীচী। গান, নাটক, আবৃত্তি, নৃত্য, চলচ্চিত্র, চারুকলাসহ শিল্পকলার বিভিন্ন মাধ্যমকে হাতিয়ার করে উদীচী এই লড়াই চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার ৫০ বছরের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে গত বছরের ২৯ অক্টোবর থেকে বছরব্যাপী কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। তারই সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর । আয়োজনের এবারের শ্লোগান ‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’।

২৭ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করবেন উদীচীর সাবেক পাঁচজন সভাপতি অধ্যাপক পান্না কায়সার, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক যতীন সরকার, গোলাম মোহাম্মদ ইদু এবং কামাল লোহানী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, উদীচী’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান এবং ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদীচী’র সাড়ে তিন শতাধিক শাখা সংগঠনের শিল্পী-কর্মীরা যোগ দেবেন উদ্বোধনী সমাবেশে।

কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন ঘোষণার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানেই আয়োজিত হবে তিন দিনের অনুষ্ঠানমালা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন আমন্ত্রিত দল, শিল্পী এবং উদীচী’র জেলা ও শাখাসমূহের বৈচিত্র্যময় পরিবেশনা।

বিজ্ঞাপন

সমস্ত আঁধারকে দূরে ঠেলে আলো জ্বালানোর মাধ্যমে একইসঙ্গে সকল অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ও সমাজে প্রগতির আলোকবর্তিকা ছড়িয়ে দেয়ার কাজ করে চলেছে উদীচী। সাংস্কৃতিক আন্দোলনের স্বীকৃতিস্বরূপ দেশের প্রথম ও একমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে ২০১৩ সালে সম্মানজনক ‘একুশে পদক’-এ ভূষিত হয় উদীচী ।

সারাবাংলা/পিএ/পিএম

উদীচী গণসংগঠন