Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে ফিরছেন ইরফান!


২৫ অক্টোবর ২০১৮ ১৪:০৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৫:২৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

কয়েক মাস আগে সবাইকে চমকে দিয়েছিল খবরটা। ক্যানসারে আক্রান্ত ইরফান খান। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার ভক্তরা। তবে বিভিন্ন সময় আশার কথা শুনিয়ে ভরসা দিয়ে রেখেছিলেন অভিনেতা নিজেই। বিদেশে চিকিৎসা হচ্ছে ইরফান খানের। কথা দিয়েছিলেন ফিরে আসবেন। এবার বোধহয় সেই সময় হয়েছে।

না, ইরফান এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, একটি ছবির শুটিংয়ের জন্য নাকি মুম্বাই ফিরছেন তিনি।

শোনা যাচ্ছে, ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়ালের শুটিং করতে দিন কয়েকের জন্য লন্ডন থেকে মুম্বাই ফিরছেন অভিনেতা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে এই ছবির শুটিং।

২০১৭-এর ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। ছবির সাফল্যের পর সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। সিক্যুয়ালে ইরফানকেই কাস্ট করার কথা ভাবা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ছবিটি ইরফান করবেন কিনা, তা ঠিক ছিল না। সূত্রের খবর, লন্ডনে গিয়ে নির্মাতারা ইরফানকে চিত্রনাট্য পড়ান। তার পর তিনি শুটিং করতে রাজি হন।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’। ফের তিনি শুটিং ফ্লোরে ফিরছেন। ফলে অপেক্ষার পারদ চড়ছে সিনে মহলে।

সারাবাংলা/পিএ/পিএম

অভিনেতা ইরফান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর