Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ ইয়র্কে কাপুর পরিবারের সঙ্গে আলিয়া


২৪ অক্টোবর ২০১৮ ১৬:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন আলোচনায়। না, এই আলোচনা তাদের সিনেমা বা অভিনয় নিয়ে নয়। বরং রণবীর-আলিয়ার প্রেমেরে সম্পর্ক নিয়ে। সম্প্রতি ঘটে যাওয়া আরেক ঘটনায় গল্প যেন আরও রসে ভোরে উঠেছে।

রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মা নিতু কাপুর। ছেলেকে নিয়ে তারা গিয়েছেন নিউ ইয়র্কে ডাক্তার দেখাতে। এই ট্যুরে গিয়ে কাপুর পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া ভাট।

সেখানে রণবীর কাপুরের সঙ্গে ঘুরে-বেড়িয়েছেন তিনি। শুধু তাই নয় সময় কিাটিয়েছেন ঋষি কাপুর ও নিতু কাপুরের সঙ্গে। নিউ ইয়র্কে কাপুর পরিবারের অন্যান্য আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও সময় কাটিয়েছেন আলিয়া। সবাই মিলে ডিনার করেছেন।

‘ব্রহ্মাস্ত্র’ নামের একটি সিনেমায় রণবীর-আলিয়া অভিনয় করেছেন। আর সেই অভিনয় করতে গিয়েই সম্পর্কে জরিয়েছেন তারা। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে তাদের। রণবীরের পরিবারের সঙ্গেও একাধিকবার দেখা করেছেন আলিয়া ভাট।

মা ভক্ত রণবীর পেয়েছেন সবুজ সংকেত। এর আগের সম্পর্কগুলোতে মা নিতু কাপুরের তেমন সম্মতি ছিল না জন্যই বারবার পিছিয়ে গেছেন রণবীর সিং। যাদের মধ্যে শেষ ছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু আলিয়ার বেলায় রণবীরকে একদম সবুজ সংকেত দিয়েছেন মা নিতু সিং।

কিন্তু প্রেমের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনা কথা বলেননি আলিয়া-রণবীর। সম্প্রতি এক টিভি শো তে রণবীরকে বন্ধু ও সহকর্মী বলেছেন আলিয়া।

সারাবাংলা/পিএ

আলিয়া ভাট রণবীর কাপুর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর