Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের ব্যবধানে দীপিকা-প্রিয়াঙ্কার অনুষ্ঠান


২৪ অক্টোবর ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৫:০৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

১৪ ও ১৫ নভেম্বর বিয়ে করতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকন। বিয়ের অনুষ্ঠান ও রিসেপশন হবে ভারতের বেঙ্গালুরু ও মুম্বাই শহরে। সিনে ম্যাগাজিন ফিল্মফেয়ার জানাচ্ছে, মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে রিসেপশনের আয়োজন হবে আসছে পয়লা ডিসেম্বর।

ফিল্মফেয়ারের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, ‘ইতালি থেকে ফিরে এসেই রণবীর ও দীপিকা ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে মুম্বাইতে পয়লা ডিসেম্বর একটা রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন। গ্র্যান্ড হায়াতকে রিসেপশনের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে এবং বলিউডের সকলের উপস্থিতি আশা করা হচ্ছে।’

মজার ব্যাপার হলো, এর একদিন পরেই, প্রিয়াঙ্কা ও নিক জোনাস বিয়ে করতে চলেছেন এবং জানা গেছে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে তাদের বিয়ে হবে। প্রিয়াঙ্কা ও নিক ঠিক করেছেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু সমেত সর্বমোট ২০০ জন আত্মীয় নিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। এর আগে, নিউ ইয়র্কে হলিউডের বন্ধুদের নিয়ে প্রিয়াঙ্কার গায়ে হলুদের অনুষ্ঠান হবে।

দীপিকা এবং রণবীর ইতালির লেক কোমোতে বিয়ে করবেন। অতিথিদের তালিকায় অর্জুন কাপুর, সঞ্জয় লীলা বনশালীসহ ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকবে। তবে কফি উইথ করণ অনুষ্ঠানে আলিয়া ও করণ জোহরের কথোপকথনে বোঝা গেছে দীপিকার বিয়েতে ইন্ডাস্ট্রির বন্ধুদের ইতালিতে উপস্থিত থাকার সম্ভাবনা কম।

সারাবাংলা/টিএস/পিএম

দীপিকা নিক জোনাস প্রিয়াঙ্কা রণবীর সিং

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর