Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কুলি নাম্বার ওয়ান’ রিমেকে বরুণ ধাওয়ান


২৪ অক্টোবর ২০১৮ ১২:১৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

দুই দশক আগে ডেভিড ধাওয়ান নির্মাণ করেছিলেন ‘কুলি নাম্বর ওয়ান’ সিনেমা। কমেডি ধাঁচের সিনেমাটি তখন ব্যবসা সফল হয়েছিল। কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ এবং কারিশমা কাপুর।

এবার জনপ্রিয় সেই সিনেমাটি পুননির্মাণ করতে যাচ্ছেন ডেভিড ধাওয়ান। আর এতে অভিনয় করবেন তার ছেলে বরুণ ধাওয়ান। বলিউডে জনপ্রিয় হয়ে উঠছেন এই তরুণ অভিনয়শিল্পী। একের পর এক সিনেমায় নিজের অভিনয় পারদর্শীতা দেখিয়ে নিজের জায়গা তৈরী করে দিয়েছেন।

এর আগে পিতার পরিচালনায় পুত্র ২০১৪ সালে ‘ম্যায় তেরা হিরো’ ও ২০১৭ সালে ‘জুড়ুয়া ২’ সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমা দুটিও ব্যবসা সফল ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এরইমধ্যে সিনেমাটি করার জন্য সবুজ সংকেত দিয়েছেন বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান বলেন, ‘গোবিন্দর চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছি আমি। জানিনা তার মতো অভিনয় করতে পারব কিনা! আমি সিনেমাটি দেখেছি। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ।’

তবে কারিশমার চরিত্রে কে অভিনয় সেটা নিয়ে কোন তথ্য জানা যায়নি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে জানা গেছে।

সারাবাংলা/আরএসও/পিএ

কারিশমা কাপুর কুলি নাম্বার ওয়ান ডেভিড ধাওয়ান বরুণ ধাওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর