Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ দিনেই মুনাফার ঘরে ‘দেবী’


২৩ অক্টোবর ২০১৮ ১৪:০০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৪:১৭

এন্টারটেইনমেন্ট করেসজপন্ডেন্ট ।।

সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দেবী’। অনুদানের হিসেবে ষাট লাখ টাকা পেয়েছেন সিনেমার প্রযোজক জয়া আহসান। ছবির সঙ্গে আরও যুক্ত হয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’। ছবির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন ‘দেবী’ সিনেমাটি এখন মুনাফার ঘরে।


আরও পড়ুন :  ‘বাধাই হো’র বাজিমাৎ, ধীরগতিতে এগোচ্ছে ‘নমস্তে ইংল্যান্ড’


গতকাল (২২ অক্টোবর) ‘দেবী’ সিনেমার বিশেষ এক প্রদর্শনীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি জয়ার কাছে ছবির বাজেট জানতে চাইনি। তবে আমার একটা ধারণা আছে এই ছবির বাজেট কেমন হতে পারে। সেই ধারণা থেকে বুঝতে পারছি ছবিটি লাভের মুখ দেখে ফেলেছে।’

দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দেবী উপন্যাস অবলম্বনে নির্মি।ত এই ছবি ঢাকার পর ঢাকার বাইরেও প্রচারণায় অংশ নিচ্ছেন জয়া আহসান। সারাদেশে ছবিটি পৌছে দিতে সাহায্য করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের কাছেই আসছে টিকিট বিক্রির সব খোঁজ-খবর।

তাই আবদুল আজিজ খুব জোড় গলায় বললেন, ‘যেহেতু আমার কাছে টিকিট বিক্রির সব খোঁজ আছে। তাই আমি জানি ছবিটির ব্যবসা কেমন হচ্ছে। ব্যবসা আরও ভালো হবে আগামীতে। আর সেই টাকা দিয়ে জয়া নিশ্চয়ই আরও সিনেমা প্রযোজনা করবেন।’

এ কথার রেশ ধরে সিনেমা প্রযোজনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি জয়া আহসান। তিনিও বলেন, ‘লাভের টাকা দিয়ে আবারও সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে আমার। তবে এখন শুধু দেবী নিয়েই ভাবছি। পরের কাজ করলে নিশ্চয়ই আরও গুছিয়ে করতে পারব।’

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দেবী’। কারো উপন্যাস বা গল্প অবলম্বনে সিনেমা নির্মাণ করতে চাইলে অবশ্যই সংশ্লিষ্টদের অনুমতি লাগে। হুমায়ূন পরিবার থেকে সেই অনুমতি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জয়া। ছবি মুক্তির পর হুমায়ূন পরিবার কী বলছেন? এমন প্রশ্ন অনেকের। এ বিষয়ে জয়া কথা বললেন প্রথমবারের মতো।

বিজ্ঞাপন

জয়া আহসান বলেন, ‘আমার শাওনের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে নুহাশ হুমায়ূনের সঙ্গেও। আজ (২২ অক্টোবর) বিশেষ এই প্রদর্শনীতে আমি তাদের থাকতে বলেছিলাম। কিন্তু তারা একসঙ্গে অনেকজন মিলে ছবিটি দেখবেন বলে এই শো-তে আসেননি। তবে তারা এও বলেছেন যে তারা ছবির সব খোঁজ রাখছেন এবং তারা ভালো খবরই পাচ্ছেন।’

সোমবারের বিশেষ প্রদর্শনিতে উপস্থিত ছিলেন দেশের নামকরা সব অভিনয়শিল্পীরা, পরিচালক-প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মূলত জয়া আহসানের খুব কাছের মানুষরাই আমন্ত্রিত ছিলেন বিশেষ প্রদর্শনিতে। তাই জয়ার মানসিক চাপটাও ছিল বেশি। কিন্তু শো শেষ হবার পর সবার শুভকামনা পেয়ে সেই চাপ কিছুটা হলেও কমেছে বলে জানান জয়া আহসান। শো-শেষে ‘দেবী’র পরিচালক অনম বিশ্বাসকেও সবাই সাধুবাদ জানান।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :  দর্শকদের কাছে ছুটছে ‘নায়ক’ টিম


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব

চঞ্চল চৌধুরী জয়া আহসান দেবী মিসির আলি রানু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর