Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়া লুকে কারিনা!


৫ জানুয়ারি ২০১৮ ১৩:১৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১৩:১৫

কারিনা কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক

গত বছরেই মা হয়েছেন কারিনা কাপুর খান। সন্তান-সংসার সামলাতে গিয়ে অনেকদিন থেকেই অভিনয়ের বাইরে আছেন এই বলিউডি তারকা। এই ব্যস্ত সময়েও নিজের ফিগার নিয়ে ছিলেন যথেষ্ট সচেতন। যার প্রমাণ পাওয়া গেলো কারিনার সর্বশেষ ফটোশুটে।

নতুন বছরের প্রথম ফটোশুটে বিকিনিতে দেখা গেছে কারিনাকে। অভিজাত একটি সুইমিং পুলে করা এই শুটে বিভিন্ন রকম লুকে ধরা দিয়েছেন ‘হিরোইন’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি নামকরা ম্যাগাজিন ভোগ-এর কাভার গার্ল হয়েছেন এই নায়িকা।

শ্যুটের আগে সুইজারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ভারতে ফিরেছেন সাইফ-কারিনা। দেশে ফিরে পতৌদিতে নিজেদের প্রসাদে নিউ ইয়ারে পার্টিও করেছেন এই দুজন। সঙ্গে শেষ করেছেন ‘ভীর দি ওয়েডিং’ ছবির শুটিং।

সারাবাংলা/টিএস/পিএ

কারিনা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর