আগেই নেয়া যাবে সিনেমার ট্রেইলার ও পোস্টারের ছাড়পত্র
২২ অক্টোবর ২০১৮ ১৫:৪৪ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৯:৩৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সময়ের অলিগলি পেরিয়ে এখন ডিজিটাল যুগ। সবক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া। পণ্যের প্রচার থেকে শুরু করে সিনেমার প্রচার- বাদ নেই কোনকিছু। সিনেমা মুক্তির আগে এখন প্রযোজনা প্রতিষ্ঠান অনলাইনে ব্যাপক আকারে সিনেমার প্রচারনা করে থাকেন।
আরও পড়ুন : গানটা বাবার খুব পছন্দ ছিল: শেখ হাসিনা
এই প্রচারনাকে আরও গতিশীল করতে আগে থেকেই সিনেমার পোস্টার ও ট্রেইলার ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে।সারাবাংলাকে এমনটি জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও সেন্সরবোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, সাধারণত মূল সিনেমাটি যখন সেন্সর ছাড়পত্র পায় তখন একইসঙ্গে সিনেমার পোস্টার ও ট্রেইলারও ছাড়পত্র পেয়ে থাকে। প্রচারণার সুবিধার্থে প্রচলিত ধারাটির সংস্কার করা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা সেন্সর ছাড়পত্র দেয়ার আগে পোস্টার ও ট্রেইলারের ছাড়পত্র দেয়ার পরিকল্পনা আমাদের আছে। তথ্য মন্ত্রণালয়ে প্রস্তাবটি পেশ করেছি। এরমধ্যে পাশ হয়ে গেছে সম্ভবত। সিনেমার প্রচারণার জন্য এটির প্রয়োজন রয়েছে। তবে কেউ যেন এর অপব্যবহার না করে সেজন্য আমাদের নজরদারি থাকবে।’
এদিকে বিশ্বব্যাপী ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। এসব ওয়েব সিরিজের অনেকগুলোতেই আপত্তিকর দৃশ্য, সংলাপ পাওয়া যায়। সেজন্য ওয়েব সিরিজ সেন্সরশীপের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘তথ্যমন্ত্রণালয় বিষয়টি বলতে পারবে। আমি মনে করি এটা করা উচিত। এ ধরনের ওয়েব সিরিজ অবাধে চললে আমাদের যুব সমাজ হুমকির মুখে পড়বে। আমি শুনেছি কিছু রুচিহীন নির্মাতারা এসব নির্মাণ করে থাকেন। একসময় বাংলাদেশে অশ্লীল সিনেমা নির্মিত হয়েছে। সেসব কিন্তু অরুচিকর ছিল। ওয়েব সিরিজের নামে যদি সেই অশ্লীল যুগ চলে আসে তাহলে সেটা আমাদের জন্য খারাপ হবে। এতে করে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাবে।’
সম্প্রতি অনলাইনে ‘দহন’ সিনেমার একটি গান নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। গানের কয়েকটি লাইন ও শব্দ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের প্রখ্যাত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সম্প্রতি ‘হাজীর বিরিয়ানী’ শিরোনামের গানটির শব্দ ও চরণ নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে গানটি সেন্সর ছাড়পত্র পাবে কি না জানতে চাইলে গুলজার বলেন, ‘অশ্লীল বা আপত্তিকর কোনকিছু সিনেমায় থাকলে সেটা কোনোভাবেই সেন্সর ছাড়পত্র পাবে না। এটা জানা কথা। আমার মনে হয় বিতর্কিত গানটি সেন্সরে জমাই দেবে না। যারা কাজটা করেছে তারাও জানে ছাড়পত্র পাবে না গানটি। এটা জাস্ট পাবলিসিটি স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু না।’
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
দিল্লী চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘ভয়’
বাংলাদেশ-ইরান যৌথ ছবিতে অনন্ত-বর্ষা
সরাসরি বিয়ের কার্ডেই মুখ খুললেন তারা
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব