Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানটা বাবার খুব পছন্দ ছিল: শেখ হাসিনা


২২ অক্টোবর ২০১৮ ১৩:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৪:১৩

হাসিনা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ বঙ্গবন্ধুর পরিবার নিয়ে নির্মিত হয়েছে ডকুমেন্ট্রি ফিল্ম ‘হাসিনা : অ্যা ডটার্স টেল’। ছবিতে একেবারেই পাওয়া যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বরং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের বাবাকে কীভাবে দেখেছেন, কেমন ছিল সেই দিনগুলো, সেই কথাই বলা হয়েছে ডকুমেন্ট্রি ফিল্মে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  দিল্লী চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘ভয়’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রকাশ পেয়েছিল ছবির প্রথম ঝলক। রোববার (২১ অক্টোবর) রাতে প্রকাশ পেয়েছে ছবির একটি গান। ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’ শিরোনামের গানটির সঙ্গে ব্যবহার করা হয়েছে টুঙ্গিপাড়া বিভিন্ন দৃশ্য।

https://www.facebook.com/HasinaTheMovie/videos/1042185532609965/

কিন্তু কেন এই গানটি ব্যবহার করা হল? উত্তর পাওয়া যায় গানের প্রথম অংশেই। নেপথ্য কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ‘বাবা করাচি থেকে ঢাকা ফিরে এলেন। তখন এই গানটা, পান্না লালের গাওয়া ‘‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’’ বারবার শুনে যাচ্ছেন, বারবার শুনে যাচ্ছেন।’

নতুন করে গানটির সংগীতায়োজন করা হয়েছে। কলকাতার দ্বেবজ্যোতি মিশ্র নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন এবং গেয়েছেনও। গানটির পাশাপাশি গানের মধ্যেই তিনবার আছে শেখ হাসিনার কণ্ঠ।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বলছেন, ‘টুঙ্গিপাড়া আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে এলেই আমার মনে হয় আমি মাটির কাছে ফিরে এসেছি, আমি আমার মানুষের কাছে ফিরে এসেছি। আমার তো মনে হয় টুঙ্গিপাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা।’

বিজ্ঞাপন

ভিডিওটির একদম শেষ ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন তার নিজেকে নিয়ে। তিনি বলেছেন, ‘আমি আমার কোনো স্মৃতি রাখতে চাইনা। এগুলো অপাংক্তেও, প্রয়োজন নাই। এটা হলো একদম রূঢ় বাস্তবতা।’

পাঁচ বছর ধরে এই ডকুমেন্ট্রি ফিল্মটি নির্মাণ করেছেন পিপলু আর খান। বেসরকারি প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপেলবক্স মিলে নির্মাণ করেছেন এই অডিও ভিজ্যুয়াল। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ছবিটি।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

বাংলাদেশ-ইরান যৌথ ছবিতে অনন্ত-বর্ষা

সরাসরি বিয়ের কার্ডেই মুখ খুললেন তারা


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর