Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক ও জাদুঘর পরিচিত হবে আইয়ুব বাচ্চুর নামে


২০ অক্টোবর ২০১৮ ১৬:১৭ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৬:১৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জন্মস্থান চট্টগ্রামের একটি সড়ক পরিচিত হবে আইয়ুব বাচ্চুর নামে। চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দিয়েছেন এই ঘোষণা। সেই সঙ্গে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘরে রাখা হবে আইয়ুব বাচ্চু কর্ণার। সেখানে থাকবে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত ৬০টি গিটার ও তার জীবনের গুরুত্বপূর্ণ সব স্মৃতি। কর্ণারটি সবার জন্য উন্মোক্ত করা হবে চলতি মাসেই।

বিজ্ঞাপন

জাদুঘরে বাচ্চুকে নান্দনিকভাবে উপস্থাপনার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শনিবার আইয়ুব বাচ্চুর লাশ তার মামার হাতে হস্তান্তর করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তখন তার পাশে শহরের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আইয়ুব বাচ্চুর জন্য একটি সড়কের ও মুসলিম হলের নামকরণ করা হবে।’

উল্লেখ্য, আইয়ুব বাচ্চুর সংগ্রহে ছিল ৬৭টি গিটার। এর মধ্যে ৬০টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। সেগুলো পেয়ে যাতে গীটারপ্রেমী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। বছর দেড়েক আগে মামা আব্দুল আলীমের কাছে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। রকস্টারের সেই ইচ্ছেটি পূরণ করতে এগিয়ে এসেছে চবি কর্তৃপক্ষ।

সারাবাংলা/টিএস/আরএসও

আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর