তাহসানকে সঙ্গে নিয়ে পূজার বছর শুরু
৪ জানুয়ারি ২০১৮ ২০:২৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ২০:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক
রোজকার অফিস, বাস-যাতায়াত আর এরমধ্যে দু’টি মনের কাছে আসা। নিরব প্রেম। এমন চেনা কিছু দৃশ্যের বুননে প্রেমের গল্প নিয়ে হাজির হলেন তাহসান-পূজা। নতুন বছরের শুরুতে একসঙ্গে গাইছেন তারা, ‘অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে, মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে?’
‘একটাই তুমি’ শিরোনামের এ গানে বাঁধন সরকার পূজা দ্বিতীয়বারের মতো যোগ দিলেন তাহসানের সঙ্গে। এর আগে ‘অনুভবে তুমি’-র সূত্রে এক হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পেয়েছে ‘একটাই তুমি’র ভিডিও। শাহরিয়ার পলকের পরিচালনায় গানটিতে মডেল হিসেবে হাজির হয়েছেন সুমিত ও শার্লিনা। গানের সুর ও সংগীত সাজিদ সরকারের। কথা লিখেছেন সোমেশ্বর অলি।
এ মাসেই পূজার আরও একটি মিউজিক ভিডিও মুক্তি পাবে। বেলাল খানের সঙ্গে ওই দ্বৈত গানে তাকে ভিন্নভাবে পাওয়া যাবে বলে জানিয়েছেন পূজা।
‘একটাই তুমি’ গানের ভিডিও:
https://www.youtube.com/watch?v=a1f8EHiA1_U
সারাবাংলা/কেবিএন