সারাবাংলার আড্ডায় চঞ্চল চৌধুরী
১৬ অক্টোবর ২০১৮ ১৮:৫২ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ২১:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
সারাবাংলার স্টুডিও ভিত্তিক আয়োজন ‘সারাবাংলায় আড্ডা’। ইতিমধ্যেই এই আয়োজন দর্শকদের মনযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছে। সারাবংলা’য় আড্ডা অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
https://youtu.be/UnrnqnJXQug
ছোটপর্দায় অভিনয় করে চঞ্চল চৌধুরী পেয়েছেন জনপ্রিয়তা। বড় পর্দায় অভিনয় করে সেই জনিপ্রয়তাকে অটুট রেখেছেন। চরিত্র নিয়ে খেলতে তিনি বরাবরই ভালোবাসেন। যার প্রমাণ তিনি এর আগের কাজগুলোতে দিয়েছেন। তার অভিনীত সবশেষ ‘আয়নাবাজি’ সিনেমা সুপারহিট হয়।
এবার তিনি হাজির হচ্ছেন মিসির আলী হয়ে। সিনেমার নাম ‘দেবী’। সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। হুমায়ূন আহমেদ এর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ অক্টোবর।
সারাবাংলা’র আড্ডায় তিনি সিনেমাটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। শুধু তাই নয় আড্ডায় তিনি গান গেয়েও শুনিয়েছেন।
প্রাণবন্ত এই আড্ডা উপস্থাপনা করেছেন সারাবাংলার উপ সম্পাদক পলাশ মাহবুব। অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সারাবাংলার ফেসবুক পেজে।
সারাবাংলা/আরএসও