Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির নতুন নায়ক


১৬ অক্টোবর ২০১৮ ১৬:৩৭

মাহির নতুন নায়ক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘জান্নাত’ সিনেমা। পরিচালনা করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। এবার তিনি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘আনন্দ অশ্রু’। তিন মাস আগে ছোট পরিসরে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গতকাল (১৫ অক্টোবর) ঢাকার অদূরে আশুলিয়ায় শুরু হয় আনুষ্ঠানিক শুটিং। যেখানে একসঙ্গে প্রথমবারের মতো অংশ নেন সায়মন সাদিক, মাহিয়া মাহি এবং জয় চৌধুরী।

বিজ্ঞাপন

ত্রিভুজ প্রেমের গল্পে বিস্তৃত হবে সিনেমার কাহিনী। একই নামে বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ এর একটি সিনেমা রয়েছে। তবে এই সিনেমার সঙ্গে পূর্বের সিনেমার কোন মিল নেই বলে জানিয়েছেন পরিচালক।

এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয় চৌধুরী। তিনি সিনেমা প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ‘সিনেমায় দুই নায়কের এক নায়ক আমি। আমার চরিত্রটির মধ্যে বৈচিত্র্যতা আছে। ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের চরিত্রে দেখা যাবে আমাকে।’

এর মাধ্যমে প্রথমবারের মতো মাহির সঙ্গে অভিনয় করছেন জয়। তিনি মনে করেন মাহির সঙ্গে দর্শক তাকে ভালোভাবে গ্রহণ করবে। তিনি বলেন, ‘মাহি ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা যে কারো জন্য দারুণ। সে খুব হেল্পফুল। ভালো একটি কাজ হবে বলে মনে করি।’

আগামী ২১ অক্টোবর পর্যন্ত আশুলিয়ায় শুটিং হবে। তারপর পুরো টিম চলে যাবে মানিগঞ্জে। সেখানে সিনেমার বাকি অংশের কাজ হবে।

সারাবাংলা/আরএসও/টিএস

আনন্দ অশ্রু জয় চৌধুরী মাহিয়া মাহি মোস্তাফিজুর রহমান মানিক সায়মন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর