Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেবী’ আসছে, ‘বিসর্জন’ প্রস্তুত


১৬ অক্টোবর ২০১৮ ১৩:৩৮

বিসর্জন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দেবী’। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন অনম বিশ্বাস এবং প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। মুক্তির জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হয়ে গেছে সংশ্লিষ্টদের।

অন্যদিকে প্রস্তুত ‘বিসর্জন’ ছবিটিও। জয়া আহসান অভিনীত কোলকাতার সিনেমা ‘বিসর্জন’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি এদেশে প্রদর্শনের সব ধরনের প্রক্রিয়া শেষ করেছে। পেয়ে গেছে সেন্সর সার্টিফিকেট। সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

সাফটা চুক্তির আওতায় এদেশে আমদানি করা হয়েছে ‘বিসর্জন’। ছবিটি আমদানি করেছে ইফতেখার উদ্দিন নওশাদের প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ। নভেম্বরেই ছবিটি মুক্তি দিতে চান আমদানিকারক। ‘বিসর্জন’ ছবিটির বিপরীতে বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। ওয়াকিল আহমেদ প্ররিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। এতে অভিনয় করেছেন বাপ্পী এবং পরীমনি।

এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ সারাবাংলাকে বলেন, ‘বিসর্জন ছবিটি দেখে সেন্সর বোর্ডের সবার অনেক ভালো লোগেছে। এর সংলাপ, দৃশ্য ধারণ চমৎকার। এই ছবিটি দিয়ে যে অনেক ব্যবসা করে ফেলব তা কিন্তু নয়। আমি চাই দর্শকরা হলে আসুক। ভালো সিনেমা দেখুক।’

বিসর্জন ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়। এই ছবিটি ২০১৭ সালে সেরা বাংলা চলচ্চিত্র বিভাগে পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সারাবাংলা/পিএ

কৌশিক গাঙ্গুলি জয়া আহসান বিসর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর