Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মঞ্চে আর কাকে চাই?


৪ জানুয়ারি ২০১৮ ১৭:১৬

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এমন হয়েছে কবে, কে জানে? এক মঞ্চে দেশের এত আবৃত্তিশিল্পীদের দেখেছে কয়জন? ২০ জনেরও বেশি শিল্পী আবৃত্তি করবেন একই অনুষ্ঠানে। তবে সংখ্যার বিচারে নয়, অনুষ্ঠানটি বিশেষ হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের কারণে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি), জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে হচ্ছে ‘নতুন নক্ষত্র আলো’ শিরোনামের এই অনুষ্ঠান। এতে আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আশরাফুল আলম, কাজী মদিনা, আবেদ খান, রূপা চক্রবর্তী, বেলায়েত হোসেন, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলামসহ আরো অনেকে।

আর বিশেষ আকর্ষণ হিসেবে দর্শক-শ্রোতারা শুনতে পাবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আলী যাকেরের আবৃত্তি।

এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর মঞ্চে আবৃত্তি করবেন অধ্যাপক আনিসুজ্জামান। তবে আকর্ষণ শেষ হয়নি এখনো। রূপা চক্রবর্তী জানালেন, ‘ভয়েস অব আমেরিকার ইকবাল বাহার চৌধুরীও আবৃত্তি করবেন অনুষ্ঠানে। অনুরোধ করেছি শিক্ষা সচিবকে আবৃত্তি করতে। আশাকরি তিনিও করবেন।’

এক মঞ্চে তারা সবাই আবৃত্তি করবেন কবি মারুফুল ইসলামের কবিতা। স্বননের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সানজিদা আখতার।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর