Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব-অপুকে ডেকে পাঠালো সিটি কর্পোরেশন


৪ জানুয়ারি ২০১৮ ১৭:২০

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

গত ২৮ নভেম্বর স্ত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সিদ্ধান্তের কথা জানাননি এখনো। এর প্রেক্ষিতে শুনানির জন্য এই তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসকে তলব করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ডিএনসিসি’র অঞ্চল-৩-এর অফিসে এ শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম। গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে পাঠানো হয়েছে এ সম্পর্কিত একটি নোটিশ।

মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘শুনানির দিনে বিচ্ছেদ প্রসঙ্গে শাকিব ও অপুর বক্তব্য নেয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে সংসার করবেন এ তারকা দম্পতি। অন্যথায় আলোচনার জন্য আরো দুইবার নোটিশ দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। প্রায় ৯ বছর গোপন রেখে গত বছরের ১০ এপ্রিল মিডিয়াকে বিয়ের খবর জানান অপু।

সারাবাংলা/টিএস/পিএ

অপু নোটিশ শাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর