Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহতাজ-নিলয়-মারজুকের ‘সাব-সাবলেট’


১৪ অক্টোবর ২০১৮ ১৬:১৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একটি ছোট সংসার। সদস্য মা, ভাই আর বোন। সহজ-সরল ও মিতব্যায়ী ভাইয়ের বদৌলতে সাবলেট হিসেবে এক তরুণের আশ্রয় হয় বাড়িটিতে। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা, উন্মোচিত হতে শুরু করে একেকটি চরিত্র। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে হাস্যরসাত্মক ওয়েব সিরিজ ‘সাব-সাবলেট’।

‘সাব-সাবলেট’-এ প্রধান তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর, মারজুক রাসেল ও শাহতাজ। নিজের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ খ্যাত নির্মাতা সাকিব রায়হান।

নির্মাতা বলেছেন, ‘কোনো রকম ভাঁড়ামি ছাড়াই একটি হাস্যরসাত্মক ওয়েব সিরিজ তৈরি করেছি আমরা, যেটি সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাবে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, আমাদের গল্পটি দর্শকহৃদয় ছুঁয়ে যাবে।’

দেশীয় কনটেন্টের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এয়ারটেলস্ক্রিনে ১৫ অক্টোবর থেকে উপভোগ করা যাবে ‘সাব-সাবলেট’। নিলয় আলমগীর, মারজুক রাসেল ও শাহতাজের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন রিফাত জাহান, শাহেদ শাহরিয়ার, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, শামীম আহমেদ, সোহান বাবু। এটি প্রযোজনা করেছে বাংলাঢোল।

সারাবাংলা/পিএ

ওয়েব সিরিজ নিলয় আলমগীর মারজুক রাসেল শাহতাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর