পরমব্রত-পাওলিকে সঙ্গে নিয়ে তিশা
৪ জানুয়ারি ২০১৮ ১৪:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৭
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
বছরের শুরুতেই বড় চমক নিয়ে হাজির হলেন নুসরাত ইমরোজ তিশা। পরমব্রত চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শুরু করেছেন নতুন যাত্রা। পরম এ যাত্রায় তিশার সঙ্গী কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তারা।
ছবির নাম ‘হলুদ বাণী’। পরিচালনা করছেন যৌথভাবে বাংলাদেশের তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। মুকুল এর আগে বাংলাদেশের জনপ্রিয় কবি আল মাহমুদের ‘জলবেশ্যা’ অবলম্বনে ‘টান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
তাহের শিপন সারাবাংলাকে জানাচ্ছেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে কলকাতায় ছবিটির শুটিং হয়েছে ২১ দিন ধরে। বাংলাদেশ অংশের শুটিং বাকি আছে। এদেশে শুটিংয়ের জন্য সরকারি অনুমতির অপেক্ষায় আছেন তারা।
‘হলুদ বাণী’র গল্প লিখেছেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়।
সারাবাংলা/কেবিএন/পিএ/টিএস/পিএম