জুঁইয়ের সঙ্গে গাইলেন মোশাররফ করিম
১৩ অক্টোবর ২০১৮ ১৮:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৮:৫১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নাটক-সিনেমায় নিয়মিত অভিনয় করলেও প্রথম বারের মতো গান গেয়েছেন মোশাররফ করিম। তার সঙ্গে গলা মিলিয়েছেন রোবেনা রেজা জুঁইও। ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’র জন্য গান গেয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন নির্মাতা-অভিনেতা রওনক হাসান।
আরও পড়ুন : মিম-জোভানের ‘নিজস্ব প্রতিবেদক’
টম ক্রিয়েশনস প্রযোজিত এ নাটকের গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। যেখানে মোশাররফ করিম দম্পতির সঙ্গে গলা মিলিয়েছেন আহসান হাবীব নাসিমও।
গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি তো একজন গান পাগল মানুষ। সেটা রওনক জানে, এ জন্য তার ইচ্ছেতেই গাইতে হলো। গান তো নিয়মিতই গাই। খুব একটা খারাপ হবে না মনে হচ্ছে।’
বিবাহ হবে ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে। এতে মোশাররফ করিম-জুঁই দম্পতি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ, আহসান হাবিব নাসিম, বড়দা মিঠু, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জয়রাজ, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুল প্রমূখ।
সারাবাংলা/টিএস/এএসজি
আরও পড়ুন :
একই মঞ্চে সম্মাননা পেলেন লায়লা-ইমাম-আলী
চলে গেলেন অন্নপূর্ণা দেবী
অমিতাভসহ আরও অনেকের নামে অভিযোগ
আরো দেখুন :
দর্শকদের প্রভাবিত করবে মিসির আলি : জয়া [ভিডিও স্টোরি]