Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম করছেন অর্জুন-মালাইকা


১১ অক্টোবর ২০১৮ ১৮:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২০:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানটিতে নেচে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মালাইকা আরোরা। এরপর ১৯৯৮ সালে বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খানকে বিয়ে করেন এই আইটেম কন্যা। সেই বিয়ে কয়েক বছর আগে ভেঙ্গেও যায়। তখন থেকেই খান পরিবারের বাইরের আলাদা থাকছেন মালাইকা। আর তাদের সন্তানটি থাকেন দুই পরিবার মিলিয়ে।


আরও পড়ুন :  ১৬ বছর পর ঈশিতার গান


আরবাজ ও মালাইকার সম্পর্ক ভাঙ্গার কারণ হিসেব তখন মিডিয়াতে সামনে আসে অর্জুন কাপুরের নাম। সে সময় এই ব্যাপারটিকে কেউ পাত্তা না দিলেও এটা সত্য যে অর্জুনের সঙ্গে মালাইকার বন্ধুত্বকে ভালভাবে নেয়নি খান পরিবার। এ কারণেই কিছুদিনের জন্য আরবাজের থেকে দূরেই ছিলেন মালাইকা। যেটি শেষপর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

এদিকে জি-নিউজ খবর প্রকাশ করেছে, অর্জুন কাপুর নাকি শিগগিরই মালাইকার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করবেন। তাদের প্রেমের বিষয়টি এখন অবশ্য সবাই কমবেশি জানে। তবে সংসার করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

সম্প্রতি ডিজাইনার কুণাল রাওয়ালের একটি শোতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে। এরপর মুম্বাইয়ের একটি রেস্তোরাতেও দেখা মেলে দু’জনের। শুধু তাই নয়, পাপারাজ্জিদের সামনে আসা সত্ত্বেও অর্জুন কিংবা মালাইকা কাউকেই মুখ লুকাতে দেখা যায়নি। ফলে সেদিন থেকেই আরও একদফা গুঞ্জন শুরু হয়।

এদিকে বিচ্ছেদের পর নাকি ইতালিয়ান মডেল জর্জিয়া এন্দ্রিয়ানিকে বিয়ে করছেন আরবাজ। তারা নাকি আগামী বছরই গাঁটছড়া বাঁধবেন।

সারাবাংলা/টিএস


আরও পড়ুন :

ওয়েব সিরিজ প্রযোজনায় আনুশকা

পুরান ঢাকা আর কলকাতার ভাষায় পূজার গান

‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!

‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স

ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

বিজ্ঞাপন

অর্জুন কাপুর আরবাজ খান মালাইকা আরোরা খান