১৬ বছর পর ঈশিতার গান
১১ অক্টোবর ২০১৮ ১৮:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২০:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অভিনয়-গান এই ছিল রুমানা রশিদ ঈশিতার নিয়মিত কাজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত কাজগুলোই হয়ে গেছে অনিয়মিত। তাইতো নিয়মিত কাজ গানটাই গাওয়া হলো ১৬ বছর পর।
আরও পড়ুন : ওয়েব সিরিজ প্রযোজনায় আনুশকা
আজ (১১ অক্টোবর) অনলাইনে প্রকাশ পেয়েছে ঈশিতার নতুন গান ‘তোমার জানালায়’। গানের কথা লিখেছেন সোহেল আরমান আর সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। তৈরি হয়েছে গানের একটি মিউজিক ভিডিও। নাজমুল হাসানের চিত্রগ্রহণে, রেদওয়ান রনির তত্ত্বাবধানে মিউজিক ভিডিওটি তৈরি করেছে পপকর্ন এন্টারটেইনমেন্টের ক্রিয়েটিভ টিম।
হঠাৎ গান গাওয়া প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গান গাওয়া না হলেও নিজের জন্য কিন্তু গান গাওয়া হত। এ বছরে অনেকদিন পর অভিনয়ে ফিরেছি। সেভাবেই মনে হলো যে তাইলে গানেও ফিরি। সেই ইচ্ছা থেকে গানটি গেয়ে ফেললাম। আর গানের কথা-সুরও ভালো লেগে গেল। আর যে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সেটি দেখেও এখন ভালো লাগছে।’
২০০২ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয় ঈশিতার পঞ্চম গানের অ্যালবাম।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
পুরান ঢাকা আর কলকাতার ভাষায় পূজার গান
‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!
‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স
ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব