ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?
১১ অক্টোবর ২০১৮ ১৩:৪১ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৫:০১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
গভীর রাতে আমির খানের বোম্বের বাসা থেকে বের হয়ছেন দীপিকা পাড়ুকন। সঙ্গে নেই প্রেমিক রণবীরও! পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পরই গুঞ্জন উঠে এতো রাতে আমিরের সঙ্গে কি করছিলেন এই নায়িকা? দুজনে প্রেম করছেন না এটা নিশ্চিত। বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন বলেও মনে হয়নি কারো! তাহলে কি এমন কাজ করছিলেন দুজনে?
আরও পড়ুন : আদালতে খারিজ প্রীতির অভিযোগ
বলিউডের সব খানের সঙ্গেই অভিনয় করেছেন দীপিকা। শাহরুখের সঙ্গে দীপিকার প্রথম ফিল্ম ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। কাজ করা হয়নি শুধু আমিরের সঙ্গে। তাই ধারণা করা হচ্ছে এবার আমিরের সঙ্গেই সিনেমা করতে চলেছেন তিনি।
আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গিয়েছেন আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কাপুর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে।
আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তি পাচ্ছে। মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলশান কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির। সেখানে থাকতে পারেন দীপিকাও।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন : দোষীদের শাস্তি চাইলেন ঐশ্বরিয়া
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব