বছরের সেরা শিল্পী ‘টেইলর সুইফট’
১০ অক্টোবর ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৮:১২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বছরের সেরা শিল্পী হয়েছেন আমেরিকান সংগীতশিল্পী টেইলর সুইফট। আর এই খেতাবটি তিনি পেয়েছেন এ বছরের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড থেকে। আরও দুটি বিভাগে পুরস্কৃত হয়েছেন টেইলর। বিভাগগুলো হলো ট্যুর অব দ্য ইয়ার এবং ফেবারিট অ্যালবাম (পপ-রক)।
আরও পড়ুন : ২২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘সনাতন গল্প’
আর্টিস্ট অব দ্য ইয়ার বিভাগে টেইলর সুইফটের প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্রেক, এড শিরানসহ চারজন প্রতিযোগি। সবাইকে হটিয়ে টেইলর হয়েছেন সেরা। ট্যুর অব দ্য ইয়ারেও টেইলর সুইফটকে পিছে ফেলতে হয়েছে এড শিরান ও গ্র্যামী জয়ী ব্রুনো মার্সসহ অনেককেই। আর রেপুটেশন অ্যালবামটি হয়েছে ফেবারিট অ্যালবাম।
৯ অক্টোবর অনুষ্ঠিত হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন যৌথভাবে কার্ডি বি এবং ড্রেক। দুজনেই আটটি করে মনোনয়ন পান। ২৯ টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
সোনমকে জবাব দিলেন কঙ্গনা
দেবলীনা’র রবীন্দ্রসংগীতের অ্যালবাম
শ্রীলংকায় পুরস্কৃত ‘কমলা রকেট’
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব