সোনমকে জবাব দিলেন কঙ্গনা
১০ অক্টোবর ২০১৮ ১৬:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৬:৩৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
যৌন হয়রানির ঘটনায় দারুণ অস্থিরতা চলছে বলিউডে। বিভিন্ন সময় ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে এখন মুখ খুলতে শুরু করেছেন অনেকে। শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। আরেক অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন ‘আশিক বানায়া আপনে’ সিনেমার এই তারকা। এরপর একে একে প্রকাশ্যে আসছে যৌন হয়রানির আরও অভিযোগ।
আরও পড়ুন : দেবলীনা’র রবীন্দ্রসংগীতের অ্যালবাম
তনুশ্রীর দেখাদেখি একই ইস্যুতে কঙ্গনা রনৌতও সামনে আনেন পুরনো একটি ঘটনা। তিনি অভিযোগ করেন, ‘কুইন’ ছবির পরিচালক বিকাশ বাল তাকে যৌন হেনস্তা করেছিলেন। ছবিটির শুটিং চলাকালের ঘটনাটি ঘটেছিল বলে কঙ্গনা এতোদিন মুখ বন্ধ করে ছিলেন। সে সসময় তাকে বিকাশ মৌখিক ভাবেও হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেন কঙ্গনা।
‘গ্যাংস্টার’ খ্যাত তারকা কঙ্গনা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘শুটিং শেষে বিকাশ আমাকে জড়িয়ে ধরত। কাঁধে ও গলায় হাত বোলাত। সে সময় তার হাত থেকে বের হতে আমার জান বের হয়ে যেত। সুযোগ পেলে সে আমার পোশাকের ভিতরেও হাত দেওয়ার চেষ্টা করত।’
কঙ্গনার এই বক্তব্যেরই বিরোধিতা করেছেন সোনম কাপুর। বলেছেন, ‘কঙ্গনা অনেক ভুলভাল কথা বলে। কখনও কখনও ওকে বিশ্বাস করাই কঠিন হয়ে দাঁড়ায়। ওর সাহস আমি পছন্দ করি। ও ওটাই বলেছে, যা ও নিজে বিশ্বাস করে। এর জন্য আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’
সোনমের এই বক্তব্যের কারণে অবশ্য বেশ রাগ করেছেন কঙ্গনা। সোনমকে আক্রমণ করে কঙ্গনা বলেছেন, ‘আমি আমার হেনস্তা হওয়ার গল্প বলেছি। সোনমকে কে অধিকার দিল আমাকে বিচার করার?’
আরও পড়ুন : শ্রীলংকায় পুরস্কৃত ‘কমলা রকেট’
এদিকে বিকাশ বালের বিরুদ্ধে মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ঘটনার জন্য ফ্যান্থম ফিল্মসের সাবেক এই সহকর্মীর হয়ে ক্ষমা চেয়েছেন তিনি। লিখেছেন, ঘটনার সময় তারা বিকাশকে প্রোডাকশন হাউজে ঢুকতে দেননি। তার সই করার অধিকারও সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ঘাড়েই টেনে নিয়েছেন দোষ। এই নিয়ে টুইটও করেছেন অনুরাগ।
সারাবাংলা/টিএস/পিএ
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব