Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধ্রুব’র গানের মডেল অপূর্ব ও রাইমা সেন


৮ অক্টোবর ২০১৮ ১৪:১৩

রাইমা সেন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এবার আরও এক চমক নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী ধ্রুব গুহ। প্রকাশ পেতে যাচ্ছে তার গাওয়া ‘তোমার উঁকি ঝুঁকি’ শিরোনামের একটি গান। আর সেই গানে মডেল হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। মিউজিক ভিডিওতে অঅরও থাকবেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব। থাকছেন ধ্রুব নিজেও।

তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।

গল্প নির্ভর এই গান ও ভিডিও প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘গান এবং ভিডিও শুধু দর্শক-শ্রোতাদের নাচানোর জন্য নয়। ভাবানোর জন্যও। আমি আমার আগের গান এবং গানের ভিডিওতে দর্শক-শ্রোতাদের ভাবানোর চেষ্টা করেছি। এবারের ভিডিওতেও তাই। এবারের ভিডিওতে ভারতের রাইমা সেন এবং বাংলাদেশের অভিনেতা অপুর্ব যুক্ত হয়েছেন। এটা আমার ভক্ত শ্রোতাদের জন্য একটি দারুণ খবর বলে আমি মনে করি। আশা করছি আমার অতীতের গানের মতো এই গানটিও শ্রোতারা গ্রহণ করবেন। বাকিটা গান প্রকাশের পর বোঝা যাবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে শিগগিরই গানটি প্রকাশ হবে বলে জানায় কর্তৃপক্ষ।

সারাবাংলা/পিএ

অপূর্ব ধ্রুব গুহ রাইমা সেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর