উপহার সিনেমা হল বন্ধের প্রতিবাদে মানববন্ধন
৭ অক্টোবর ২০১৮ ২০:৩০ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ২০:৪১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের শহর রাজশাহী। অথচ সেখানে এখন একমাত্র সিনেমা হল ‘উপহার’। তাও আবার বন্ধ হতে বসেছে। এই খবরে ফুঁসে উঠেছে রাজশাহীতে সক্রিয় চলচ্চিত্র সংসদসমূহ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এই হলটিকে বাঁচানোর জন্য আজ (৭ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী শহরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে সক্রিয় পাঁচটি চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। আগামীকাল (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপহার হলের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশী অভিনেতা
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনের নেতৃত্ব দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা আহসান কবীর লিটন।
মানববন্ধনে বক্তব্য করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর সাধারণ সম্পাদক এবং সিনেমাটোগ্রাফার ও অভিনেতা মাহমুদ হোসেন মাসুদ, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম টিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা ড. সাজ্জাদ বকুল, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সভাপতি রাসেল মাহমুদ, চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার।
বক্তারা বিভাগীয় শহর রাজশাহীর একমাত্র এই হলটিকে রক্ষায় স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্যসহ সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
বলিউড থেকে ঐশ্বরিয়াকেই পছন্দ উইল স্মিথের
‘আমার বিশ্বাস সিনেমাটা সবার ভালো লাগবে’
সারাবাংলা’য় আড্ডা অনুষ্ঠানে আজ থাকছেন তপু
আসিফ আকবরের ছবিতে তমা মির্জা ও আমান
তনুশ্রীর পর এলো আরেকটি গল্প
সেরা বাংলাবিদ চট্টগ্রামের দেবস্মিতা সাহা
কঙ্গনা’র নতুন অভিযোগ
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব