আসিফ আকবরের ছবিতে তমা মির্জা ও আমান
৭ অক্টোবর ২০১৮ ১৬:০১ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৬:২৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল চলচ্চিত্র ‘গহীনের গান’-এ অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দুই দফা শুটিংয়ের পর এবার তার সঙ্গে যুক্ত হলেন রূপালি পর্দার দুই শিল্পী। তারা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও চিত্রনায়ক আমান রেজা। ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তি করেছেন তারা।
আরও পড়ুন : তনুশ্রীর পর এলো আরেকটি গল্প
কয়েক মাস আগে ছোটপর্দার গুণী অভিনেত্রী তানজিকা আমিনকে নিয়ে আসিফ শুরু করেন ‘গহীনের গান’-এর শুটিং। সে সময়ই নির্মাতা সাদাত হোসাইন জানিয়েছিলেন, ধাপে ধাপে এর সঙ্গে আরও অভিনয়শিল্পী যুক্ত হবেন। সেই শিল্পীরাই হলেন তমা ও আমান। তারা থাকছেন ছবিটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তমা-আমানের অংশের শুটিং শুরু হবে শিগগিরই।
‘গহীনের গান’ সম্পর্কে তমা বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী উপস্থাপনা হতে যাচ্ছে। কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
আমান বলেন, ‘দুই বাংলায় সমানতালে কাজ করছি। এই ছবিটি নিশ্চয়ই আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।’
মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, এতোদিন অডিও প্রযোজনায় প্রশংসা পেয়েছেন তারা। এরই মধ্যে তারা নিবন্ধিত হয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। রূপালি পর্দায় ‘গহীনের গান’ হতে যাচ্ছে তাদের প্রথম প্রয়াস। ছবিতে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান ও একটি নান্দনিক গল্প তুলে ধরা হবে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
সেরা বাংলাবিদ চট্টগ্রামের দেবস্মিতা সাহা
কঙ্গনা’র নতুন অভিযোগ
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : শিমুল মুস্তাফা। উপস্থাপনা : পলাশ মাহবুব