Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় বললেন ক্যাপ্টেন আমেরিকা


৫ অক্টোবর ২০১৮ ১৯:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আনুষ্ঠানিক ভাবে ক্যাপ্টেন আমেরিকাকে বিদায় বলেছেন অভিনেতা ক্রিস ইভান্স। প্রায় এক দশক ধরে চরিত্রটি করছেন এই নায়ক। সিনেমা বিষয়ক পত্রিকা হলিউড রিপোর্টার জানাচ্ছে ক্যাপ্টেন আমেরিকার পরের পর্বে আর দেখা যাবে না তাকে। খবরটি অবশ্য ক্রিস নিজেই জানিয়েছেন টুইটারে।

‘অ্যাভেঞ্জার ৪’ এর দৃশ্যধারণের কাজ শেষ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস। এই ছবিটিতেই স্টিভ রজার চরিত্রে শেষবারের মতো দেখা যাবে তাকে। তামাম দুনিয়া যাকে ক্যাপ্টেন আমেরিকা নামেই জানে।

২০১১ সালে ক্রিস ইভান্স প্রথম বারের মতো ক্যাপ্টেন আমেরিকা সাজেন। ছবির নাম ছিলো ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’। এরপর আরও পাঁচটি ছবিতে এই রূপে দেখা যায় তাকে। যার শেষটি ছিলো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। ছবিটি সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দারুণ প্রশংসিত হয়।

এই খবরে প্রতিক্রিয়ার জানিয়েছে হলিউডের নামী দামী তারকারা। অভিনেতা ডোয়াইন জনসন টুইটারে লিখেছেন, ‘তোমাকে অভিনন্দন। চরিত্রটি নিয়ে তোমার জার্নি সত্যি ঈর্ষণীয়। একজন অভিনয়শিল্পীর ক্যারিয়ারে এর বেশি কি চাই।’

সারাবাংলা/টিএস /পিএ

ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর