Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দহন’ ছবিতে ঝাঁঝালো সিয়াম


৫ অক্টোবর ২০১৮ ১৮:৩৭

সিয়াম আহমেদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

গড়িয়ে যাওয়া জ্বলন্ত একটি টায়ার পা দিয়ে থামালেন এক যুবক। তারপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়লেন আকাশে। চোখেমুখে তার কঠোর অভিব্যক্তি। নতুন সিনেমা ‘দহন’ এর প্রথম ঝলকে এভাবেই ধরা দিলেন চিত্রনায়ক সিয়াম। জাজ মাল্টিমিডিয়ার ষষ্ট বর্ষপূর্তি উপলক্ষে ‘দহন’-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে সিয়াম ধরা দিয়েছেন এমন রুক্ষ মেজাজে।

বিজ্ঞাপন

‘দহন’ পরিচালনা করছেন রায়হান রাফি। গেলো ঈদুল ফিতরে তার নির্মাণে দর্শক দেখেছে ‘পোড়ামন ২’ ছবিটি। দারুণ ব্যবসা করায় ওই ছবির নন্দিত জুটি সিয়াম ও পূজাকে নিয়েই নির্মিত হচ্ছে দহন। আসছে বছরের শুরুতে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তার আগে শুক্রবার (৫ অক্টোবর) এলো ছবিটির প্রথম ঝলক।

‘দহন’-এর যে ক্লিপিংটি প্রকাশ পেয়েছে এটি মূলত ছবিটির একটি গানের দৃশ্যের অংশ। গানটিতে নাচার পাশাপাশি গলাও দিয়েছেন সিয়াম। আংশিক রক ঘরানার এই গানটির শুটিং হয়েছে রাজধানীর একটি বস্তিতে, যেখানে সিয়াম ও তার দলের সঙ্গে পূজাকেও নাচতে দেখা যাবে। এই মাসের মাঝামাঝি সময়ে গানটি প্রকাশ করা হবে অন্তর্জালে।

‘দহন’ মূলত রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে- এটিই হবে ছবিটির মূল বক্তব্য। ছবিতে সিয়াম অভিনয় করবেন একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে, পূজা চেরী সাজবেন গার্মেন্টস শ্রমিক। ধারণা করা হচ্ছে, দুজনের প্রণয় ও ট্র্যাজিক পরিনামের গল্পে এগুবে সিনেমা। আর গল্পটি এক সাংবাদিকের বর্ণনায় শুনবে দর্শক।

https://www.facebook.com/jaazmultimediafilm/videos/279547012684090/?__xts__%5B0%5D=68.ARDiV7-aow1pi9RmPtqA8EF4A8hiiWfPg2LiPukBo8obk22D6Y3074cqReUeMt7Y0aQPSHqUFXzeEDY5hZZV6UR3F-flHPQ_8t6hXRH7Zeb2HN1PLUzHOZP_4NsFr0Q268SC5QkJvswC8YUmn9QYS_i_92qSm8ST-qCEJHukmr9dNUXQ4uCK&__tn__=-R

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএ

দহন পূজা সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর