Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন কাটছে জীবনের দিন রাত?


৩ অক্টোবর ২০১৮ ১৪:২১

জীবন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাবা-মা’র একমাত্র সন্তান জীবন। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তবতার জ্ঞান নেই বললেই চলে। কোন দিন একবিন্দু দায়িত্ব জীবনের ঘাড়ে পড়তে দেয়নি তার বাবা। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না। পড়াশোনায় মন নেই সারা দিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোন বাজে নেশা নেই কিন্তু মানুষিক ভাবে প্রচন্ড অলস। আর এই নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার প্রেমিকা মিতুর সঙ্গে।

মিতু খুব তড়িৎকর্মা, সাহসী, বাস্তববাদী আর গোছালো টাইপ মেয়ে। প্রেমের ক্ষেত্রে বুঝি এমনই হয় দুজন দু-মেরুর না হলে প্রেম জমে না। কিন্তু এদের ক্ষেত্রে জমতে গিয়ে হুট করে ফাটলই ধরে গিয়েছিল। রাগের মাথায় জীবনের কাজ কর্মে অতিষ্ঠ হয়ে সত্যি সত্যি ব্রেক-আপ করে মিতু। প্রচন্ড অপমান করে।

জীবন একটু আবেগী ছেলে। প্রচন্ড লাগে তার অপমানগুলো। কিছুটা এলোমেলো হয়ে যায় অপমান সহ্য না করতে পেরে। তার কাছে মিতুকে হারানোর চেয়ে অপমানগুলোই অনেক ভারী মনে হয়। জীবনের উল্টাপাল্টা চলাফেরা তার বাবা সহ্য করতে পারে না। তার বাবার হার্ট এমনিতেই দুর্বল ছিল, আগে একবার ছোটখাটো স্ট্রোকও করেছিল। এবার হুট করে স্ট্রোক করে মারা যায় বাবা। জীবনের পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যে ছেলে কোন দিন বাজারে যায়নি তার কাঁধে এখন সংসারের ভার। বাস্তব জীবন পাল্টে দেয় ব্যক্তি জীবনের গল্প।

এমন গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘জীবনের দিন-রাত’। রিফাত আদনান পাপন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি।

জীবনের দিন রাত’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জীবন খুবই আহ্লাদি একটি ছেলে। জীবন নিয়ে সিরিয়াস না। জীবন যুদ্ধে সবাইকে নামতে হয়। সব সময় মাথার উপর ছাঁয়া থাকে না। একটা সময় নিজেকে ছাঁয়াটা বানাতে হয়। নাটকের ম্যাসেজ হচ্ছে এটি। সবাইকে এই সমস্যার মধ্যে দিয়েই আসতে হবে। সে যাই হোক না কেন।’

বিজ্ঞাপন

পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত ‘জীবনের দিন রাত’ নাটকটি ১৯ নভেম্বের রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক নাজমুল রনি।

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান।

সারাবাংলা/পিএ/আরএসও

অপূর্ব নাটক শবনম ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর